CLEITON SILVA: ‘স্কোরলাইন দেখে বোকা হবেন না’, সমর্থকদের সতর্কবার্তা ইস্টবেঙ্গল ক্যাপ্টেনের!

ISL, East Bengal vs North East United FC match: আইএসএলে এ মরসুম ড্র দিয়ে শুরু করেছিল ইস্টবেঙ্গল। পরের ম্যাচেই জয়। এরপর হারের হ্যাটট্রিক। একটি ড্র। চার ম্যাচ পর জয়ের খরা কাটল। তাও আবার ৫-০ ব্যবধানে। এতেও অবশ্য জোড়া গোলের নায়ক ব্রাজিলিয় স্ট্রাইকার ক্লেটন সিলভা বার্তা দিচ্ছে, স্কোরলাইন দেখে যেন বোকা না বনেন সমর্থকরা! ঠিক কী কারণে এমন বার্তা? নর্থ ইস্ট ম্যাচের স্কোর লাইন কি আসলে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সকে বিচার করে না?

CLEITON SILVA: স্কোরলাইন দেখে বোকা হবেন না, সমর্থকদের সতর্কবার্তা ইস্টবেঙ্গল ক্যাপ্টেনের!
Image Credit source: ISL

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 05, 2023 | 7:45 AM

কলকাতা: আইএসএলের ইতিহাসে ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় জয়। চার ম্যাচ পর জয়ের মুখ দেখেছে ইস্টবেঙ্গল। নর্থ ইস্ট ইউনাইটেডকে ৫-০ ব্যবধানে হারিয়েছে লাল-হলুদ ব্রিগেড। পরিবর্ত হিসেবে নেমে জোড়া গোল ডার্বির নায়ক নন্দকুমার সেকারের। ক্যাপ্টেন ক্লেটন সিলভাও জোড়া গোল করেছেন। নর্থ ইস্ট ইউনাইটেডের যা পরিসংখ্যান বা অতীত, তাতে এই স্কোর লাইন অপ্রত্যাশিত নয়। বরং বলা ভালো, ব্যবধান আরও বেশি হতে পারত। নর্থ ইস্টের গোলরক্ষক মিরশাদ দুর্দান্ত কয়েকটি সেভ করেন। বিশাল জয়ের পরও উচ্ছ্বাসের মাঝে সতর্কবার্তা দিচ্ছেন ইস্টবেঙ্গল ক্যাপ্টেন ক্লেটন সিলভা! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইএসএলে এ মরসুম ড্র দিয়ে শুরু করেছিল ইস্টবেঙ্গল। পরের ম্যাচেই জয়। এরপর হারের হ্যাটট্রিক। একটি ড্র। চার ম্যাচ পর জয়ের খরা কাটল। তাও আবার ৫-০ ব্যবধানে। এতেও অবশ্য জোড়া গোলের নায়ক ব্রাজিলিয় স্ট্রাইকার ক্লেটন সিলভা বার্তা দিচ্ছে, স্কোরলাইন দেখে যেন বোকা না বনেন সমর্থকরা! ঠিক কী কারণে এমন বার্তা? নর্থ ইস্ট ম্যাচের স্কোর লাইন কি আসলে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সকে বিচার করে না?

নর্থ ইস্টকে হারিয়ে সাংবাদিক সম্মেলনে ক্লেটন বলেন, ‘অনেকেই হয়তো জানে না আমরা কতটা পরিশ্রম করি। চার ম্যাচে জয় না পাওয়ায় আমরা কতটা কঠিন পরিস্থিতিতে কাটিয়েছি, বোঝানো সম্ভব নয়। আইসএলে প্রতিটা ম্যাচই কঠিন। সুতরাং, ৫-০ স্কোরলাইন দেখে বোকা হবেন না। এই ম্যাচটিও খুব কঠিন ছিল। জয়টা অবশ্যই সন্তুষ্টির।’ সমালোচকদের জবাব দিতেই যেন পরিশ্রমের কথাটা উল্লেখ করছেন ক্লেটন।

ঘরের মাঠে এর আগের ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হেরেছিল ইস্টবেঙ্গল। পেনাল্টি মিস করে খলনায়ক বনেছিলেন ক্যাপ্টেন ক্লেটন সিলভা। নর্থ ইস্টের বিরুদ্ধে দলের মতো তিনিও যেন ঘুরে দাঁড়ালেন। বলছেন, ‘কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর সাপোর্ট স্টাফরা যে ভাবে আমার পাশে থেকেছে, এর জন্য কৃতজ্ঞ। হার মানলে চলবে না। লড়াই চালিয়ে যেতে হবে। ফুটবলে ভালো-খারাপ দু-রকম দিনই আসবে। আমরা সবসময়ই চাই ভালো দিন বেশি আসুক।’