Durand Cup 2022: জয়ের ধারা বজায় রাখতে মরিয়া মহমেডান

এর আগে একবারই জামশেদপুরের বিরুদ্ধে খেলেছিল মহমেডান। আই লিগ দ্বিতীয় ডিভিশনে।

Durand Cup 2022: জয়ের ধারা বজায় রাখতে মরিয়া মহমেডান
প্রস্তুতিতে মহমেডান স্পোর্টিং।Image Credit source: FACEBOOK
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2022 | 8:30 AM

কলকাতা : জয় দিয়ে ডুরান্ড কাপ (Durand Cup 2022) অভিযান শুরু করেছে মহমেডান স্পোর্টিং (Mohammedan SC)। গতবারের রানার্স মহমেডান। ফাইনালে এফসি গোয়ার কাছে হেরেছিল। এবার প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গত বারের ফাইনালিস্ট দু-দল। মধুর প্রতিশোধ নিয়েছে মহমেডান স্পোর্টিং। মরসুমের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী সাদা-কালো বাহিনী। জয়ের ধারা বজায় রাখাই এখন লক্ষ্য। গত মরসুমে অনবদ্য খেলা মার্কাস জোসেফকে (Marcus Joseph) এবার অধিনায়ক করেছে মহমেডান। প্রথম ম্যাচে অনবদ্য খেলেছেন মার্কাসও। দ্বিতীয় ম্যাচে আজ মহমেডানের প্রতিপক্ষ আইএসএলের ক্লাব জামশেদপুর এফসি। এবারের টুর্নামেন্টে এখনও জয়ের মুখ দেখেনি জামশেদপুর এফসি।

এর আগে একবারই জামশেদপুরের বিরুদ্ধে খেলেছিল মহমেডান। আই লিগ দ্বিতীয় ডিভিশনে। জামশেদপুরের রিজার্ভ টিম খেলেছিল। বড় প্রতিযোগিতায় এবারই প্রথম মুখোমুখি হবে দু’দল। জামশেদপুরের বেশ কয়েকজন ফুটবলারের চোট থাকলেও মাঝে বড় বিরতি তাদের রিকোভারিতে সাহায্য করেছে। মহমেডানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোটা একেবারেই সহজ হবে না মহমেডানের।

নতুন কোচ কার্লোসের তত্ত্বাবধানে তরুণ দল নিয়ে খেলছে জামশেদপুর। শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নজর কেড়েছিল তারা। পাসিং ফুটবলে বেঙ্গালুরুকে চাপে ফেলেছিল। তাতে অবশ্য জয় আসেনি। পরের রাউন্ডে যেতে হলে জিততেই হবে জামশেদপুরকে। মহমেডান প্রথম ম্যাচে বিদেশিহীন এফসি গোয়ার বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলেছে। ৩-১ গোলে জিতেছে মহমেডান। স্কোয়াডে কোনও চোট আঘাতও নেই। সবদিক থেকেই এগিয়ে আন্দ্রে চের্নিশভের দল। প্রথম ম্যাচ বড় ব্যবধানে জেতায় আত্মতুষ্টির আশঙ্কা থাকেই। মহমেডান স্পোর্টিং সেই বিষয়টা কাটিয়ে জয়ের ধারা বজায় রাখতে পারে কী না, সেটাই দেখার। মহমেডানে বাড়তি নজর থাকতে অবশ্যই অধিনায়ক মার্কাস জোসেফের দিকে।