ডুরান্ড কাপের (Durand Cup) ইতিহাসে অন্যতম সফল দল ইস্টবেঙ্গল (East Bengal)। কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান ১৬ বার করে এই প্রতিযোগিতা জিতেছে। ইস্টবেঙ্গলে এখন ট্রফি খরা চলছে। দীর্ঘ দিন ট্রফি নেই। এ বার নতুন করে শুরু করেছে লাল-হলুদ বাহিনী। ডুরান্ডের গ্রুপ পর্বে সেরা হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাবের বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ড্র করেছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচে পঞ্জাব এফসির বিরুদ্ধে জয়। তবে ইস্টবেঙ্গল শিবির এবং সমর্থকদের সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে ডার্বি ম্য়াচের ফল। গ্রুপের শেষ ম্যাচ, মরসুমের প্রথম ডার্বি জিতে গ্রুপ সেরা হয়েছিল। এ বার নকআউটের লড়াই। কোয়ার্টার ফাইনালে আজ ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ গোকুলম কেরালা এফসি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইস্টবেঙ্গল কোচ হিসেবে কার্লেস কুয়াদ্রাতের নাম ঘোষণা হতেই সমর্থকরা আশায় বুক বাঁধছিলেন। কলকাতা লিগে ভালো পারফর্ম করছে তরুণ দল। নজর ছিল সিনিয়র দলের দিকে। কার্লেস দায়িত্ব নেন। ডুরান্ড কাপে প্রথম ম্যাচ থেকেই গ্যালারি লাল-হলুদে রঙিন করে তোলেন সমর্থকরা। ভারতীয় ফুটবলে বেশ কয়েক বছর কাটিয়ে দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। ভারতীয় ফুটবল সম্পর্কে স্বচ্ছ ধারনা রয়েছে। তবে কলকাতার আবেগ তাঁর সাফল্যের খিদে যেন আরও বাড়িয়ে দিয়েছে। প্রথম ম্যাচে দু-গোলে এগিয়ে থেকে ড্র করলেও সমর্থকরা হতাশায় ভেঙে পড়েননি। ভরসা রেখেছিলেন নতুন সাজের দলের ওপর। টানা আটটি ডার্বি হারের পর এ বার জিতেছে ইস্টবেঙ্গল। সেই থেকে প্রত্য়াশা আরও কয়েকগুণ বেড়েছে। এ বার লক্ষ্য ট্রফি খরা কাটানো। তার জন্য আরও তিনটে ম্যাচ জিততে হবে ইস্টবেঙ্গলকে। যার প্রথমটি আজ গোকুলম কেরলের বিরুদ্ধে।
কোয়ার্টার ফাইনালে গোকুলম ম্যাচ প্রসঙ্গে ইমামি ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলছেন, ‘নকআউটের পরিস্থিতি পুরোপুরি আলাদা। খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি একটা ম্যাচ ধরেই এগতে চাই। গ্রুপ পর্বে আমরা শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছি। সেই দলগুলির বিরুদ্ধে ভালো পারফর্ম করা, আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে।’ কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ গোকুলম সম্পর্কে বলছেন, ‘গোকুলম নিজেদের গ্রুপে শীর্ষে ছিল। যুবভারতীতে আমাদের জন্য কঠিন ম্যাচ অপেক্ষা করছে। প্রত্যাশা করব, আমাদের সমর্থকরা গ্যালারিত জয় ইস্টবেঙ্গল ধ্বনিতে ভরিয়ে দেবে।’ সমর্থকদের ওপর তিনি যেমন প্রত্য়াশা রাখছেন, তেমনই সমর্থকদেরও প্রত্যাশা, জয়ের হাসি সঙ্গী করেই স্টেডিয়াম ছাড়তে পারবেন।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, সন্ধে ৬টা, ইস্টবেঙ্গল বনাম গোকুলম কেরালা এফসি, সোনি টেন ২, সোনি লিভ অ্যাপে