কলকাতা: ডুরান্ড কাপে এখনও অবধি নজরকাড়া পারফরম্যান্স ‘নতুন’ ইস্টবেঙ্গলের। এ মরসুমে টিমের সবই যেন নতুন। কোচ হয়ে এসেছেন কার্লেস কুয়াদ্রাত। দলে হাতে গোনা গত মরসুমের প্লেয়ার। খোলনলচে বদলে যাওয়া ইস্টবেঙ্গলের পারফরম্যান্সেও উন্নতি দেখা গিয়েছে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ২-০ এগিয়ে থেকেও ড্র করেছিল লাল-হলুদ। পরের ম্যাচে জয়। সবচেয়ে বড় ইতিবাচক দিক, মরসুমের প্রথম ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের ফাইনালে আরও এক বার ডার্বি হতে পারে। এর জন্য প্রথমত আজ ইস্টবেঙ্গলকে জিততেই হবে। এরপর নজর থাকবে দ্বিতীয় সেমিফাইনালে। শেষ বার ২০০৪ সালে ডুরান্ড কাপের ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। ৪ বছর আগে সেমিফাইনালে উঠলেও গোকুলম কেরালার কাছে হেরে যায় ইস্টবেঙ্গল। এ বার সেই গোকুলমকে হারিয়েই সেমিফাইনালে। আজ প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল নামছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গ্রুপ পর্বে দু-দলই অপরাজিত। কোয়ার্টার ফাইনালে গোকুলম কেরালাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, নর্থ ইস্ট ইউনাইটেড কোয়ার্টার ফাইনালে হারিয়েছে ইন্ডিয়ান আর্মিকে। এ মরসুমে ধারাবাহিক ভালো পারফর্ম করেছে নর্থ ইস্ট ইউনাইটেড। তাদের বিরুদ্ধে লড়াই সহজ হবে না, পরিষ্কার করে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও। সেমিফাইনাল প্রসঙ্গে লাল-হলুদ বাহিনীর স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘কোয়ার্টার ফাইনালে গোকুলামের বিরুদ্ধে তুমুল লড়াই করে সেমিফাইনালে উঠেছি। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছি। নর্থ ইস্ট ইউনাইটেড দলে তারুণ্য ও অভিজ্ঞতার দারুন একটা মিশ্রণ রয়েছে। ফলে প্রতিপক্ষ হিসেবে ওরা বেশ কঠিন। আমাদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ’।
নতুন মরসুমে এখনও অবধি সমর্থকদের প্রত্যাশাপূরণে সফল ইস্টবেঙ্গল। দল হিসেবে ভালো খেললেও, কয়েকটি জায়গায় সমস্যা রয়েছে। সেগুলো না মেটালে ট্রফি জয়ের অপেক্ষা বাড়বে। কুয়াদ্রাতের মাথাব্যাথার অন্যতম কারণ হতে পারে ক্লেটন সিলভার ফর্ম। গত মরসুমে ইস্টবেঙ্গলের খারাপ সময়েও উজ্জ্বল ক্লেটন। দলের সর্বাধিক গোলদাতাকে গত দুই ম্যাচে দেখে মনে হয়েছে, একে বারেই প্রস্তুত নন। ফিটনেসের দিক থেকেও অনেকটা পিছিয়ে। পরিবর্ত হিসেবেই তাঁকে ব্যবহার করছিলেন কার্লেস। তবে গত মরসুমের ফর্মের এক ঝলকও দেখাতে পারেননি ক্লেটন। ইস্টবেঙ্গল আক্রমণে হাভিয়ের সিভেরিও, নন্দকুমার, বোরহা হেরেরার মতো ফুটবলাররা ভরসা দিচ্ছেন।
ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড, সন্ধ্যা ৬টা, সোনি টেন ২, সোনি লিভ অ্যাপে