কলকাতা: ডুরান্ড কাপ (Durand Cup) শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ। কলকাতার তিন প্রধানই এই টুর্নামেন্টে খেলেছে। নিজেদের প্রথম দু-ম্যাচেই জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গল এখনও অবধি এক ম্যাচ খেলেছে। ২-০ এগিয়ে থেকেও বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাবের বিরুদ্ধে ২-২ ড্র। কলকাতার আর এক প্রধান মহমেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting Club) ডুরান্ড অভিযানের শুরুটা সুখকর হয়নি। প্রথম ম্যাচে তারা আইএসএলের অন্যতম সেরা ক্লাব মুম্বই সিটি এফসির কাছে ১-৩ ব্যবধানে হেরেছে। গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ ইন্ডিয়ান নেভি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ডুরান্ড কাপে মোট ২৪টি দল খেলছে। আধডজন গ্রুপ। প্রতিটি গ্রুপের সেরা দল কোয়ার্টার ফাইনালে যাবে। বাকি দুটি স্পটে সুযোগ পাবে ছ’টি গ্রুপের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা সেরা দুই দল। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ হারায় ব্যাকফুটে মহমেডান স্পোর্টিং। ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে এই ম্যাচটি মরণ বাঁচন। কলকাতা লিগে দারুণ ছন্দে রয়েছে মহমেডান স্পোর্টিং। ডুরান্ডের মতো টুর্নামেন্টে শক্তিশালী দলের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে পারলে আত্মবিশ্বাস বাড়বে। মুম্বই সিটি এফসি নিজেদের প্রথম দুটি ম্যাচই জিতেছে। গোল পার্থক্যেও অনেক এগিয়ে। ফলে তাদের নকআউটে যাওয়া কার্যত নিশ্চিত।
ইন্ডিয়ান নেভি এ বারের ডুরান্ডে নিজেদের প্রথম ম্যাচে নামছে। তাদের টিমে রয়েছে মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডার দলরাজ সিং। মহমেডান স্পোর্টিং এই ম্যাচে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে নামতে পারবে। বেনেস্টোন ব্যারেটো ফিট। সঙ্গে আরও দুই বিদেশি রয়েছে। মহমেডান স্পোর্টিংয়ের কোচ মেহরাজউদ্দিন ওয়াডুও ঘুরে দাঁড়াতে আশাবাদী। ইন্ডিয়ান নেভির পাশাপাশি এই গ্রুপের আর একটি দল জামশেদপুর এফসি। মহমেডান স্পোর্টিং এই দুটি ম্যাচ জিতলে, নকআউটের সম্ভাবনা অনেকটাই থাকবে। তবে হারলে নকআউটের সম্ভাবনা ক্ষীণ।
মহমেডান স্পোর্টিং ক্লাব বনাম ইন্ডিয়ান নেভি, বিকেল ৩টা, সোনি টেন ২ ও সোনি লিভে সরাসরি