
ডুরান্ড কাপের ১৩২তম সংস্করণ চলছে। টুর্নামেন্টের প্রথম দুই সেমিফাইনালিস্টও ঠিক হয়ে গিয়েছে। প্রথম কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মিকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছিল নর্থ ইস্ট ইউনাইটেড। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গোকুলম কেরালা এফসিকে ২-১ ব্যবধানে হারিয়ে চার বছর পর ডুরান্ডের শেষ চারে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে চেন্নায়িন এফসি এবং এফসি গোয়া। কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে লোনে ইস্টবেঙ্গলের ডিফেন্ডারকে সই করিয়েছে চেন্নায়িন এফসি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এ বারের ডুরান্ড কাপে অংশ নিয়েছিল মোট ২৪টি দল। এর মধ্যে গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে সব কটিই জিতেছে দুটি দল। তার মধ্যে একটি চেন্নায়িন এফসি। গ্রুপ পর্বে ৯টি গোল করেছে তারা। গোল খেয়েছে মাত্র দুটি। অন্যদিকে, এফসি গোয়া ১১টি গোল করেছে, খেয়েছে দুটি। এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে রক্ষণ ভাগে নতুন প্লেয়ার নিয়েছে তারা। পুরো মরসুমের জন্য ইস্টবেঙ্গল থেকে লোনে সই করিয়েছে সার্থক গোলুইকে।
ইন্ডিয়ান সুপার লিগে ২০২১ সালে জয়ী মুম্বই সিটি এফসি। সেই দলের অন্যতম সদস্য ছিলেন সার্থক। জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৪টি ম্যাচ। ডিফেন্ডার হলেও গোল করার দিকেও ঝোঁক রয়েছে। পেশাদার ফুটবলে ৮০টি ম্যাচে ৪টি গোল এবং সাতটি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামে। চেন্নায়িন এফসিতে সই করে এই বাঙালি ডিফেন্ডার বলেন, ‘চেন্নায়িনের সঙ্গে নতুন সফরের জন্য উত্তেজিত। নতুন সতীর্থদের সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।’
গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিকের পর চেন্নায়িনের নজরে এ বার সেমিফাইনাল নিশ্চিত করা। গুয়াহাটির ফুটবল প্রেমীরা ইতিমধ্যেই অনবদ্য একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার সুযোগ পেয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড বনাম ইন্ডিয়ান আর্মি ম্যাচ হয়েছিল গুয়াহাটিতেই। একই মাঠে নামছে ইন্ডিয়ান সুপার লিগের দুই শক্তিশালী দল চেন্নায়িন ও এফসি গোয়া। দুই শিবিরেই জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন। তৃতীয় কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস একটা ম্যাচের অপেক্ষা।
তৃতীয় কোয়ার্টার ফাইনাল, সন্ধে ৬টা, এফসি গোয়া বনাম চেন্নায়িন এফসি,
সোনি টেন ২ এবং সোনি লিভ অ্যাপে সম্প্রচার