
আগামী কাল থেকে শুরু হচ্ছে ঐতিহ্যের ডুরান্ড কাপ। কলকাতাতেই উদ্বোধন। সেনার এই টুর্নামেন্টে দেশের ঐতিহ্যশালী ক্লাব, সেনার টিমের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় বিদেশের ক্লাবকেও। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান স্পোর্টিং ক্লাব। কলকাতার তিন প্রধানের পাশাপাশি অংশ নেবে ডায়মন্ডহারবার এফসিও। ঐতিহ্যের ডুরান্ড ঘিরে উন্মাদনা তুঙ্গে। উদ্বোধনী দিনেই মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। আর তার আগেই বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। ফুটবলারদের যাতে মেডিক্যালের জন্য কোনওরকম সমস্যা না হয়, এ কারণেই বিশেষ উদ্যোগ।
ডুরান্ড কাপে ফুটবলারদের জন্য এবার ডাক্তারি পরিষেবা দেবে স্বাস্থ্য ভবন। থাকবে উন্নতমানের অ্যাম্বুলেন্সও। কলকাতায় ডুরান্ডের জন্য দুটি ভেনু রয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশাপাশি খেলা হবে কিশোরভারতী স্টেডিয়ামেও। ডুরান্ডের ভেনুতে থাকবে মেডিক্যাল টিম। একজন করে অর্থোপেডিক্স, সার্জারি, জেনারেল সার্জারি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাভিলাইটেশন (PMR), জেনারেল মেডিসিনের চিকিৎসক থাকবেন এই মেডিক্যাল টিমে। পাশাপাশি দুটি এএলএস (অ্যাডভান্স লাইফ সাপোর্ট) অ্যাম্বুলেন্সও থাকবে। যা এর আগে কোন ম্যাচে ছিলো না।
কয়েকদিন আগের একটি ঘটনা কলকাতা ফুটবলে সাড়া ফেলেছিল। গত ৭ জুলাই কলকাতা লিগের ম্যাচে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে মোহনবাগান ও রেলওয়ে এফসি ম্যাচে আহত হয়েছিলেন তারক হেমব্রম। সবুজ মেরুনের মার্শাল কিস্কুর ট্যাকলে গুরুতর আহত হন তারক। স্ট্রেচারে তুলে মাঠের বাইরে আনা হয়। কিন্তু পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা ছিল না। তাঁর চোটগ্রস্ত পায়ে দুটো ছাতা দিয়ে সাপোর্ট দেওয়া হয়। সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রবল সমালোচনা হয়। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে কারণে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ডিউটি রোস্টারও হয়েছে তৈরি করে দেওয়া হয়েছে।