ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে ইস্টবেঙ্গল। ম্যাচের ৮৬ মিনিট ২-০ এগিয়ে থেকেও ২-২ ড্র। স্বাভাবিক ভাবে যে আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে চেয়েছিল ইস্টবেঙ্গল, তাতে জোর ধাক্কা লেগেছে। এ বার সামনে ডার্বি। ১২ অগস্ট, শনিবার মরসুমের প্রথম বড় ম্যাচ। ডুরান্ড কাপে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। তার আগে প্রতিপক্ষকে নিয়ে হোমওয়ার্ক করে নিতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শনিবার সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। প্রায় আধঘণ্টা নানা প্রশ্নের জবাব দেন। স্বাভাবিক ভাবেই ডার্বি প্রসঙ্গও ওঠে। সেখানে কার্লেস জানিয়েছিলেন, মোহনবাগান বনাম বাংলাদেশ আর্মি ফুটবল টিম ম্যাচটি তিনি দেখেছেন। ডার্বিতে মোহনবাগান অনেক এগিয়ে থেকে নামবে, এমন মন্তব্যও করেছিলন কার্লেস। তবে ইস্টবেঙ্গল কোচ যে সমর্থকদের আবেগটা বুঝতে পেরেছেন, মোহনবাগান ম্যাচে তাঁর উপস্থিতিই যেন এর প্রমাণ।
রবিবার ডুরান্ড অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। গ্যালারির চিত্রটাই ছিল আলাদা। গত মরসুমের শেষ দিকে সমর্থকরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কার্যত হাতে গোনা কিছু সমর্থক উপস্থিত থাকছিলেন। কার্লেস কুয়াদ্রাত কোচ হয়ে আসায় এবং দলে একঝাঁক নতুন ফুটবলার সই করানোয় বড় স্বপ্ন দেখছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। রবিবার বাংলাদেশ আর্মি টিমের সঙ্গে ড্র করলেও সমর্থকরা অসন্তোষ দেখাননি। বরং কোচকে দেখে বারবার একটাই আব্দার করেছেন, ডার্বি জিততে হবে।
মোহনবাগানকে মেপে নিতে কোচিং টিম সহ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কার্লেস। সমর্থকদের আবেগের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজিয়ে নিতে পারবেন এই ম্যাচ দেখে। সব টুর্নামেন্ট মিলিয়ে গত আটটি ডার্বিতেই হেরেছে ইস্টবেঙ্গল। ভাগ্য বদলানোর চেষ্টায় কুয়াদ্রাত।