কলকাতা: ডেভেলপমেন্ট লিগে জয় পেল ইস্টবেঙ্গল, মোহনবাগান। আজ থেকেই শুরু হয়েছে পূর্বাঞ্চল ডেভেলপমেন্ট লিগ। তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনতে এই লিগ চালু হয়েছে। ডেভেলপমেন্ট লিগের মিনি ডার্বিতে বড় জয় সবুজ-মেরুনের। মহমেডান স্পোর্টিংকে হাফডজন গোলে উড়িয়ে দিল মোহনবাগান। খেলার ফল ৬-১। নৈহাটিতে দুরন্ত ফুটবল খেলল সবুজ-মেরুন। পরিবর্ত হিসেবে মাঠে নেমে হ্যাটট্রিক করলেন সুহেল ভাট। জম্মু-কাশ্মীরের ছেলে ইন্ডিয়ান অ্যারোজ থেকে এসেছে মোহনবাগানে খেলতে। ডেভেলপমেন্ট লিগে সবুজ-মেরুন জার্সিতে প্রথম বার খেলতে নেমেই দুরন্ত হ্যাটট্রিক করল। ১৭ বছরের সুহেল প্রথম দর্শনেই মন জয় করে নিল। রিকি সাবং, অভিষেক, এনজন সিং, ফারদিন আলি , রবি রাণারা খেলেন ডেভেলপমেন্ট লিগে। গোলে ছিলেন অর্শ আনোয়ার শেখ। বিস্তারিত TV9Bangla-য়।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এটিকে মোহনবাগান। তবে জমজমাট প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে বাগান ঝড়ে ছারখার মহমেডান স্পোর্টিং। সুহেল ভাট হ্যাটট্রিক করেন। বাকি গোলদাতা রিকি সাবং, ফারদিন আলি মোল্লা আর এনজন সিং। দাদাদের মতো ভাইরাও দাপুটে ফুটবল উপহার দিল।
অন্য দিকে, ডেভেলপমেন্ট লিগে জয় দিয়ে শুরু ইস্টবেঙ্গলের। ব্যারাকপুর স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি হয় লাল-হলুদের ছোটরা। ইউনাইটেডকে হারাল ১-০ গোলে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোল জেসিন টিকের। পরিবর্ত হিসেবে মাঠে নেমেই নায়ক কেরালাইট ফুটবলার। ইস্টবেঙ্গলের হয়ে এই ম্যাচে খেলেন অধিনায়ক তুহিন দাস, দীপ সাহা, অর্পণ পোল্লেরা। ৫৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে জয়সূচক গোল জেসিনের।
ইস্ট জোনের অন্য ম্যাচে ওড়িশা এফসির কাছে ১-৪ গোলে হারে নিউ আলিপুর সুরুচি সংঘের। ১৭ তারিখ মোহনবাগানের পরবর্তী ম্যাচ ওড়িশা এফসির বিরুদ্ধে। ২০ তারিখ সবুজ-মেরুন খেলবে ইউনাইটেড স্পোর্টসের বিপক্ষে। ২৩ মার্চ নৈহাটিতে ডেভেলপমেন্ট লিগের ডার্বি। ২৬ তারিখ সুরুচি সংঘ আর ২৯ তারিখ জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান। অন্য দিকে, ইস্টবেঙ্গল ১৭ তারিখ খেলবে সুরুচি সংঘের বিরুদ্ধে। ২০ তারিখ তুহিনদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। ২৩ তারিখ মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ। ২৬ তারিখ জামশেদপুর আর ২৯ তারিখ মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল।