আইএফএ-র সভাতেও ইনভেস্টর-ইস্টবেঙ্গল ভুল বোঝাবুঝি

ক্লাব আর ইনভেস্টরের চাপানউতোর চলছে বেশ কয়েক মাস ধরেই। আইএফএর বৈঠকেও প্রকাশ্যে ক্লাব-বিনিয়োগকারী সংস্থার মতভেদ।

আইএফএ-র সভাতেও ইনভেস্টর-ইস্টবেঙ্গল ভুল বোঝাবুঝি
আইএফএ-র সভাতেও ইনভেস্টর-ইস্টবেঙ্গল ভুল বোঝাবুঝি
Follow Us:
| Updated on: Jul 01, 2021 | 9:57 PM

কলকাতা: করোনা (COVID-19) আবহের মধ্যেই কলকাতা লিগ আয়োজন করছে আইএফএ (IFA)। সংক্রমণের কথা মাথায় রেখে দর্শকশূন্য স্টেডিয়ামে হবে যাবতীয় খেলা। তবু লিগের আকর্ষণ যাতে না কমে, তার জন্য ফর্ম্যাট বদলে ফেলা হচ্ছে। বৃহস্পতিবার আইএফএ-র লিগ সাব কমিটির বৈঠকে আবার অন্য নাটক। বাকি সব টিম যোগ দিলেও ইস্টবেঙ্গল (East Bengal) সভায় আসেনি। ইনভেস্টর, ক্লাব বিতর্কের জন্য।

অগস্ট মাসের মাঝামাঝি শুরু হচ্ছে কলকাতা লিগ। দিনক্ষণ না জানালেও লিগ ফর্ম্যাট আকর্ষণীয় করার জন্য ১৪টা টিমকে দুটো গ্রুপে ভাগ করা হবে। দুটো গ্রুপ থেকে সেরা ছ’টা টিম যাবে পরের পর্বে। তলার আটটা টিমের মধ্যে প্লে-অফ। সেখান থেকে আরও দুটো টিম উঠবে মূলপর্বে। মোট আটটা টিমকে নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। প্রসঙ্গত, গত বছর কোভিডের কারণে কলকাতা লিগ হয়নি।

লিগ সাব কমিটির সভাতেই ইস্টবেঙ্গলের জটিলতা আরও একবার প্রকাশ্যে এল। ক্লাব আর ইনভেস্টরের চাপানউতোর চলছে বেশ কয়েক মাস ধরেই। আইএফএর বৈঠকেও প্রকাশ্যে ক্লাব-বিনিয়োগকারী সংস্থার মতভেদ। বৃহস্পতিবার সমস্ত ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় ও প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়। বৈঠক শুরুর আগে ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির সদস্য দীপঙ্কর (বাবু) চক্রবর্তী আইএফএ-তে গেলেও, সভা শুরু হওয়ার আগেই বেরিয়ে যান। বৈঠকের মাঝে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দারের ফোনে কথা হয়। আইএফএ সচিবকে তিনি বলেন, এক সমস্যার জন্য তিনি বৈঠকে আসতে পারেননি। তবে পরের বৈঠক থেকে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।

শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের সিইও কর্নেল শিবাজি সমাদ্দার বলেন, ‘গতকাল রাতে আইএফএ-র একটি ই-মেল আসে আমাদের কাছে। তবে বৈঠকে অংশ নেওয়ার জন্য আমাদেরকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি। ই-মেলটা করা হয় ইস্টবেঙ্গল ক্লাবকে। সেখানে আমাদেরকে ‘cc’ করা হয়। অর্থাত্‍, বৈঠকের কার্বন কপি আমাদেরকে আইএফএ পাঠায়। আর আইএফএ যে চিঠিটা পাঠায় সেখানে অ্যাড্রেস করা হয়, To Kalyan Mazumder, Hon. Secretary of SC East Bengal। কল্যাণ মজুমদার তো এসসি ইস্টবেঙ্গলের সচিব নন। উনি ইস্টবেঙ্গল ক্লাবের সচিব। আর এসসি ইস্টবেঙ্গলের তো কল্যাণ মজুমদার বলে কোনও প্রতিনিধি নেই। কারণ শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের কোনও বোর্ড অব ডাইরক্টরেট গঠনই করা হয়নি।’

এ প্রসঙ্গে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‘বাংলার ফুটবলের স্বার্থে সব ক্লাবকে পাশে পাব, এটাই আশা রাখি। তবে কোনও ক্লাবের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে আইএফএ মাথা ঘামায় না। আইএফএ-র সমস্ত এফিলিয়েটেড ইউনিটের সাধারণ সচিবকেই আমরা প্রতিনিধি হিসেবে দেখি। সেই মতো প্রত্যেক ক্লাবের সচিবকেই আমরা চিঠিতে অ্যাড্রেস করি। যতক্ষণ না কোনও ক্লাবের সচিব ই-মেল মারফত বা অফিসিয়াল প্রতিনিধি মারফত আমাদের জানায়, যে তাঁর পরিবর্তে অন্য কারও সঙ্গে যোগাযোগ করতে, ততক্ষণ পর্যন্ত সচিবের সঙ্গেই একমাত্র আইএফএ সরকারিভাবে কথা বলবে।’

আরও পড়ুন: Tokyo Olympics 2020: অলিম্পিকে ছেলেকে ছেড়ে থাকা কঠিন, বলছেন সানিয়া