ISL 2022-23: টিকিট নিয়ে চাপানউতোরের মাঝেই ডার্বির জন্য তৈরি দুই শিবির
ডার্বিতে টিকিট নিয়ে এ দিকে চাপানউতোর চলছেই। এমনিতেই ডার্বি দেখার উৎসাহ নেই সমর্থকদের মধ্যে। দলের পারফরমেন্স এবং ইস্টবেঙ্গলের কিছু ক্লাব কর্তাদের আচরণে ডার্বি বয়কটের ডাক দিয়েছেন সমর্থকরা।
কলকাতা: পর্দার এপাশ আর ওপাশ। যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের অনুশীলন হল পাশাপাশি দুটো মাঠে। বড় ম্যাচের আগে দুটো দল পাশাপাশি ট্রেনিং করলেও, ভিড় নেই সমর্থকদের। হাতে গোনা কয়েকজন বাইরে দাঁড়িয়ে। ইস্টবেঙ্গলের আইএসএল (ISL 2022-23) মরসুম শেষ হবে ডার্বি খেলে। এ বারের আইএসএলে লাল-হলুদের (East Bengal) প্রাপ্তি ৬টা জয়। শেষ তিন বছরের নিরিখে সবচেয়ে বেশি জয়। এ ছাড়া মুম্বইয়ের মাঠে মুম্বইকে, বেঙ্গালুরুকে দু’বার হারানো, কেরলকে হারানো প্রাপ্তির ভাঁড়ারে জন্মেছে। অন্যদিকে মোহনবাগান (ATK Mohunbagan) এ বারও লিগ শিল্ড জিততে ব্যর্থ। তবে শনিবারের বড় ম্যাচ জিতে ঘরের মাঠে প্লে অফ খেলতে চান প্রীতমরা।
ডার্বিতে টিকিট নিয়ে এ দিকে চাপানউতোর চলছেই। এমনিতেই ডার্বি দেখার উৎসাহ নেই সমর্থকদের মধ্যে। দলের পারফরমেন্স এবং ইস্টবেঙ্গলের কিছু ক্লাব কর্তাদের আচরণে ডার্বি বয়কটের ডাক দিয়েছেন সমর্থকরা। ক্লাব কর্তারা দু’দিন আগেও ফলাও করে বলেছিলেন, ইনভেস্টর পর্যাপ্ত ভিভিআইপি আর ভিআইপি টিকিট না দেওয়ায় তাঁরা ডার্বির টিকিট বয়কট করেছে। অথচ ম্যাচের আগে রাত্রে ক্লাব তাঁবু থেকে ঢালাও কমপ্লিমেন্টারি টিকিট বিলি করলেন কর্তারা। অন্যদিকে মোহনবাগান তাঁবুতে টিকিটের চাহিদা তুঙ্গে।
মাঠের বাইরে টিকিটের হাল যাই হোক, মাঠের ভেতর অন্য রকম পরিবেশ। প্রত্যেক ডার্বিতেই ম্যাচের আগের দিন অনুশীলনে দেখা যেত দুই প্রধানের কর্তাদের। ফুটবলারদের উজ্জীবিত করার ছবি ময়দানে খুব পরিচিত। তবে এবারের ডার্বির আগের দিন দুই প্রধানের কর্তাকেই দেখা যায়নি অনুশীলনে।
খাতায় কলমে এগিয়ে মোহনবাগান। কার্ড সমস্যায় হ্যামিল আর চোটের জন্য কার্ল ম্যাকহিউ অনিশ্চিত হলেও লাল-হলুদের আক্রমণের চাপ সামলাতে তৈরি স্লাভকো দামজানোভিচ, প্রীতম কোটালরা। বড় ম্যাচে ৩-৫-১-১ ফর্মেশনে দল সাজানোর ভাবনায় ফেরান্দো। অন্যদিকে কনস্ট্যান্টাইনের ভাবনায় ৪-৪-২ ফর্মেশন। ক্লেটন-জার্ভিস জূটিকে সামনে রেখে বাগান রক্ষণে কাঁপুনি ধরানোর অঙ্ক কষছেন কনস্ট্যান্টাইন। এখনও বড় ম্যাচ হারেননি ফেরান্দো। অন্যদিকে কনস্ট্যান্টাইনের সামনে মিথ ভাঙার চ্যালেঞ্জ। প্লে অফের কথা মাথায় রেখে কিছুটা সাবধানী ফুটবলের ভাবনাও ফেরান্দোর মাথায় ঘুরপাক খাচ্ছে। ইস্টবেঙ্গলের কাছে আর হারানোর কিছু নেই। অল আউট আক্রমণে গিয়েই ডার্বি জিতে আইএসএল মরসুম শেষ করতে চায় ইস্টবেঙ্গল।