East Bengal: কুয়াদ্রাতের কোচিংয়ে ইস্টবেঙ্গলের লাভ দেখছেন প্রাক্তন ছাত্র

Carles Cuadrat: ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেটন আরও বলেন, 'এই মুহূর্তে কুয়াদ্রাতের চেয়ে যোগ্য আর কেউ নেই। ভারতীয় ফুটবলারদের সঙ্গে ওর সম্পর্কও বেশ দারুণ। তরুণ ফুটবলাররা কী ভাবে উন্নতি করবে, তা খুব ভালো মতোই জানে।'

East Bengal: কুয়াদ্রাতের কোচিংয়ে ইস্টবেঙ্গলের লাভ দেখছেন প্রাক্তন ছাত্র
Image Credit source: East Bengal

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 01, 2023 | 5:09 PM

কলকাতা : স্টিফেন কনস্ট্যান্টাইন জমানা অতীত। ইস্টবেঙ্গল এখন কার্লস কুয়াদ্রাতের জমানার অপেক্ষায়। গত সপ্তাহেই নতুন কোচের নাম ঘোষণা হয়েছে। সের্গিও লোবেরা হাতছাড়া হওয়ার পর বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচে আস্থা রেখেছেন লাল-হলুদ কর্তারা। বেঙ্গালুরু এফসিকে আইএসএল জেতানো কোচের হাত ধরে নতুন ভোরের স্বপ্ন দেখছে লাল-হলুদ জনতা। দলগঠনের কাজেও জোর দিয়েছে ইস্টবেঙ্গল। কুয়াদ্রাতকে কোচ করায় খুশি তাঁর প্রাক্তন ছাত্র ক্লেটন সিলভা। বেঙ্গালুরু এফসিতে কুয়াদ্রাতের কোচিংয়েই অভিষেক হয় ক্লেটনের। বিএফসির জার্সিতে নজর কাড়ার পর গত মরসুমে ইস্টবেঙ্গলে যোগ দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বেঙ্গালুরুতে কুয়াদ্রাত কোচ থাকার সময় ওই মরসুমে ১৬ গোল করেছিলেন ক্লেটন। এ বছর লাল-হলুদ জার্সিতে তাঁর নামের পাশে রয়েছে ১৪ গোল। স্প্যানিশ কোচের আগমনের অপেক্ষায় ব্রাজিলিয়ান সুপারস্টার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কুয়াদ্রাত সম্পর্কে ক্লেটন বলেন, ‘ওর যা অভিজ্ঞতা, তাতে ইস্টবেঙ্গলের লাভই হবে। ভারতে ও যথেষ্ট সফল হয়েছে। এখানকার ফুটবল সম্পর্কেও প্রচুর অভিজ্ঞতা রয়েছে। সেটা কাজে লাগাতে পারবে।’ ২০১৬ সাল থেকে বেঙ্গালুরু এফসির সহকারী কোচ ছিলেন কুয়াদ্রাত। ২০১৮ সালে আলবার্তো রোকা বেঙ্গালুরু এফসি ছাড়ার পর হেড কোচ হন কুয়াদ্রাত। প্রথম বছরেই বেঙ্গালুরুকে আইএসএল জেতান। এমনকি তাঁর প্রশিক্ষণে লিগ শিল্ডও জেতে বেঙ্গালুরু। ভারতে কোচিং করানোর পর সাইপ্রাস আর ডেনমার্কের ক্লাবে সহকারী কোচের ভূমিকায় দেখা যায় কুয়াদ্রাতকে।

ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেটন আরও বলেন, ‘এই মুহূর্তে কুয়াদ্রাতের চেয়ে যোগ্য আর কেউ নেই। ভারতীয় ফুটবলারদের সঙ্গে ওর সম্পর্কও বেশ দারুণ। তরুণ ফুটবলাররা কী ভাবে উন্নতি করবে, তা খুব ভালো মতোই জানে।’ আইএসএলে এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্স নেই ইস্টবেঙ্গলের। লিগ টেবিলের নীচের সারিতেই শেষ করেছে লাল-হলুদ। সুপার কাপেও জঘন্য পারফরম্যান্স করেছে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। কোচ নিয়োগের পাশাপাশি ফুটবলার রিক্রুটমেন্টেও জোর দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। দেশিয় ফুটবলারদের পাশাপাশি ভালো মানের বিদেশি ফুটবলারদেরও সই করাতে চায় ইস্টবেঙ্গল। কুয়াদ্রাত জমানায় লাল-হলুদের ভাগ্য পাল্টায় কিনা সে দিকেই নজর।