EAST BENGAL: ট্রফি দিয়ে মশালে বারুদ ঢালতে চান ক্লেটন

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 28, 2024 | 7:00 AM

Kalinga Super Cup Final: ওডিশা এফসি গত বারের চ্যাম্পিয়ন। বিপক্ষে মৌর্তাদা ফলের মতো স্টপার রয়েছেন। কাজটা বেশ কঠিন, তবে অসম্ভব নয়। মেগা ফাইনালের আগে বুটে শান দিচ্ছেন ক্লেটন। তাঁর একটা শটই পারে ম্যাচের রং পাল্টে দিতে। মাঠের বাইরে ফুটবলারদের মানসিক ভাবে চার্জড আপ রাখছেন। সমর্থকরা ভরসা রাখছেন। আর সেই ভরসার দাম দিতে তৈরি ইস্টবেঙ্গলের 'টাইগার' ক্লেটন।

EAST BENGAL: ট্রফি দিয়ে মশালে বারুদ ঢালতে চান ক্লেটন
Image Credit source: EAST BENGAL

Follow Us

কলকাতা: টাইগার জিনদা হ্যায়। গত বছর দলের খারাপ সময়েও তিনি ছিলেন শিবরাত্রির সলতে। আইএসএলে নামের পাশে ছিল ১২ গোল। এ বারও দলকে টানছেন। তবে গতবারের তুলনায় এ বার কিছুটা ভারমুক্ত। গোলের জন্য তাঁর কাঁধেই শুধু ভরসা করতে হচ্ছে না দলকে। নামের পাশে নেতা ট্যাগ সেঁটে দেওয়া হয়েছে। তাই গুরুদায়িত্ব বেড়েছে। পাশে পেয়েছেন নন্দ কুমার, বোরহাদের। কখনও কখনও হিজাজি মাহের নীচ থেকে উঠে এসে গোল করছেন। একাধারে যেমন দলের ক্যাপ্টেন, তেমনই স্ট্রাইকিং ফোর্সের সেরা হাতিয়ার। লাল-হলুদে ট্রফির খরা কাটাতে পারেন ক্লেটন সিলভা। সমর্থকদের চাহিদা বুঝতে পারছেন। ডার্বিতে জোড়া গোল করে ইস্টবেঙ্গলে জোয়ার এনেছেন ঠিকই, তবে দীর্ঘ বঞ্চনা থেকে সমর্থকদের তৃপ্তি দিতে পারে ট্রফি। এটা তাঁর চেয়ে ভালো আর কেই বা বোঝেন! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কলিঙ্গ সুপার কাপে চার গোল করে এই মুহূর্তে টুর্নামেন্টের টপ স্কোরার ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা। ওডিশা ম্যাচের আগে ব্রাজিলিয়ান তারকা যেমন শান্ত, তেমনই ফোকাসড। সেমিফাইনালে পেনাল্টি মিস করেছেন। তবে সেই আক্ষেপ ভুলতে ফাইনালে গোল করে দলকে ট্রফি দিতে চান।

ওডিশা এফসি গত বারের চ্যাম্পিয়ন। বিপক্ষে মৌর্তাদা ফলের মতো স্টপার রয়েছেন। কাজটা বেশ কঠিন, তবে অসম্ভব নয়। মেগা ফাইনালের আগে বুটে শান দিচ্ছেন ক্লেটন। তাঁর একটা শটই পারে ম্যাচের রং পাল্টে দিতে। মাঠের বাইরে ফুটবলারদের মানসিক ভাবে চার্জড আপ রাখছেন। সমর্থকরা ভরসা রাখছেন। আর সেই ভরসার দাম দিতে তৈরি ইস্টবেঙ্গলের ‘টাইগার’ ক্লেটন।

Next Article