East Bengal: কেবিসিতে ভাইরাল বাংলার বধূকে সদস্যপদ দিতে চলেছে ইস্টবেঙ্গল

KBC: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল আলোলিকা। মালবাজারের মেয়ে ও কলকাতার বউমা তিনি। দীর্ঘ ১৮ বছর ধরে চেষ্টা চালিয়ে গিয়েছে শাহেনশাহর দরবারে যাওয়ার। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে। আলোলিকার এই চেষ্টাকে কূর্নিশ জানিয়েছেন বিগ বি। কেবিসির কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আলোলিকা। আর সেই ভিডিয়োটি রি-শেয়ার করেন বিগ বি। তারপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

East Bengal: কেবিসিতে ভাইরাল বাংলার বধূকে সদস্যপদ দিতে চলেছে ইস্টবেঙ্গল
আলোলিকা গুহ ভট্টাচার্যImage Credit source: ছবি: X

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 15, 2023 | 4:45 PM

নয়াদিল্লি: প্রাণখোলা হাসি ও সারল্য দিয়ে অমিতাভ বচ্চনের (Amitabh Bachhan) মন জিতেছেন কলকাতার গৃহবধূ। শাহেনশাহর জনপ্রিয় শো কউন বানেগা ক্রোড়পতিতে (Kaun Banega Crorepati) অংশ গ্রহণ করেছিলেন শিলিগুড়ির মেয়ে আলোলিকা ভট্টাচার্য গুহ। টানা ১৮ বছর অডিশন দিয়ে অবশেষে কেবিসির হট সিটে বসার সুযোগ পান আলোলিকা। বাংলার এই বধূ ইস্টবেঙ্গলের (East Bengal) অন্ধভক্ত। কেবিসির দৌলতে ভাইরাল হওয়ার পর ইস্টবেঙ্গল তাঁকে সদস্যপদ দিতে চলেছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল আলোলিকা। মালবাজারের মেয়ে ও কলকাতার বউমা তিনি। দীর্ঘ ১৮ বছর ধরে চেষ্টা চালিয়ে গিয়েছে শাহেনশাহর দরবারে যাওয়ার। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে। আলোলিকার এই চেষ্টাকে কূর্নিশ জানিয়েছেন বিগ বি। কেবিসির কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আলোলিকা। আর সেই ভিডিয়োটি রি-শেয়ার করেন বিগ বি। তারপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ইস্টবেঙ্গল ক্লাবের নজরেও পড়েছে বিষয়টি। আলোলিকার সারল্য মুগ্ধ করেছে ইস্টবেঙ্গল ক্লাবকেও। মশালবাহিনীর একনিষ্ঠ সমর্থক বাংলার এই বধূ, তা জানার পর আলোলিকা আজীবনের সদস্যপদ দিয়েছে ইস্টবেঙ্গল। ক্লাবের কোনও এক বিশেষ অনুষ্ঠানে ফুটবলপ্রেমী আলোলিকাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব।


ক্লাবের এক শীর্ষকর্তা জানিয়েছেন, সপরিবারে আলোলিকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আলোলিকার প্রাণখোলা হাসি ও সারল্যে মুগ্ধ হয়েছেন ক্লাব কর্তারা। ক্লাবের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে আলোলিকা প্রথমেই জানান, তিনি বাঙাল ও ইস্টবেঙ্গলের অন্ধভক্ত। একদিন ইস্টবেঙ্গল ক্লাবে আসবেন আলোলিকা, এও কথা দিয়েছেন শেষে।