East Bengal: আবার ইস্টবেঙ্গলে আসতে চলেছেন ব্রাইট?

দল গঠনের কাজ অনেকটাই এগিয়ে রাখছে ইস্টবেঙ্গল। ভিপি সুহের, জবি জাস্টিনদের দলে নেওয়ার চেষ্টায় লাল-হলুদ‌।

East Bengal: আবার ইস্টবেঙ্গলে আসতে চলেছেন ব্রাইট?
আবারও কি লাল হলুদ জার্সিতে দেখা যাবে ব্রাইটকে?Image Credit source: TWITTER

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 30, 2022 | 2:51 PM

 

 

 

কলকাতা: দলগঠন প্রক্রিয়ায় জোরকদমে হাত লাগিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ২ তারিখ অনুষ্ঠানিক ভাবে ইমামির সঙ্গে চুক্তি সই করছে ইস্টবেঙ্গল ক্লাব। আইএসএলের জন্য স্টিফেন কনস্ট্যানটাইনকে (Stephen Constantine) কোচ করেছে লাল-হলুদ। কলকাতা লিগ আর ডুরান্ড কাপের জন্য কোচ করা হয়েছে বিনো জর্জকে (Bino George)। দু’দিন আগেই শহরে এসে গিয়েছেন বিনো জর্জ। শনিবার সকালে ইস্টবেঙ্গল ক্লাবে যান তিনি। নতুন মরসুমে লাল-হলুদে সই করা ফুটবলারদের সঙ্গে দেখা করেন ইস্টবেঙ্গলের কোচ। বাংলার সন্তোষ ট্রফি দলের ৫ ফুটবলার উপস্থিত ছিলেন। এছাড়া আরও বেশ কয়েকটি নতুন মুখ।

দল গঠনের কাজ অনেকটাই এগিয়ে রাখছে ইস্টবেঙ্গল। ভিপি সুহের, জবি জাস্টিনদের দলে নেওয়ার চেষ্টায় লাল-হলুদ‌। এ ছাড়া শোনা যাচ্ছে অনিকেত যাদবের নামও। শৌভিক চক্রবর্তী, অমরজিৎ সিং কিয়ামরাও লাল-হলুদে প্রায় নিশ্চিত। সরকারী ভাবে এখনও কারও নাম ঘোষণা হয়নি। একমাত্র বিদেশি ইভান গঞ্জালেজকে আগেই সই করিয়ে রেখেছে ইস্টবেঙ্গল ক্লাব।

উল্লেখযোগ্য, ইস্টবেঙ্গলে ফের আসতে পারেন ব্রাইট এনোবাখারে। তাঁর সঙ্গে কথাবার্তাও চলছে। এই মুহূর্তে কোনও ক্লাবে নেই নাইজেরিয়ান ফুটবলার। ২ বছর আগে আইএসএলে ইস্টবেঙ্গলের জার্সিতেই খেলে গিয়েছিলেন ব্রাইট। গত বছর ইংল্যান্ডের ক্লাব কভেন্ট্রি সিটিতে সই করেন তিনি। সূত্রের খবর, ক্লাবের তরফ থেকেই ব্রাইটের নাম প্রস্তাব করা হয়েছিল লগ্নিকারী সংস্থার কাছে।

ইস্টবেঙ্গলের মাঠ, পরিকাঠামো ঘুরে দেখেন বিনো জর্জ। মাঠ দেখে বেশ খুশি তিনি। সামনের সপ্তাহেই দল নিয়ে মাঠে নেমে পড়তে চান বিনো।