East Bengal: ডার্বি দেখতে গিয়ে প্রয়াত সমর্থক, পাশে দাঁড়াল ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাব

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 22, 2023 | 3:31 PM

বিদেশি ফুটবলে সমর্থকদের পাশে দাঁড়ায় তাদের ফ্যানস ক্লাবগুলো। কেউ অসুস্থ হলে, মারা গেলে তাঁর পরিবারের পাশে থাকে। আর্থিক ভাবেও সাহায্য করে। নজিরবিহীন ভাবে ভারতীয় ফুটবলে সেই কাজটাই নীরবে করে চলেছে ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব।

East Bengal: ডার্বি দেখতে গিয়ে প্রয়াত সমর্থক, পাশে দাঁড়াল ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাব
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ২৯ অক্টোবর বড় ম্যাচের সেই দুঃসহ স্মৃতির কথা মনে পড়ে? ডার্বি দেখতে গিয়ে মারা গিয়েছিলেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থক জয়শঙ্কর সাহা। গ্যালারিতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। খেলা দেখতে এসে প্রাণ চলে যায় এক ফুটবল (Kolkata Football) সমর্থকের। সেই ঘটনার পর জয়শঙ্করের বাড়িতে যান ইস্টবেঙ্গল কর্তারা। তাঁর পরিবারের পাশেও দাঁড়ান। এ বার লাল-হলুদের প্রয়াত সমর্থকের পাশে দাঁড়াল ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাব রিয়াল পাওয়ার (EBRP)। বাগুইআটি নিবাসী জয়শঙ্কর সাহার জন্য জীবন বিমার পলিসি করল ইস্টবেঙ্গলের এই জনপ্রিয় ফ্যান ক্লাব। এর আগে প্রয়াত সমর্থর অলীপ চক্রবর্তীর পরিবারের পাশে দাঁড়িয়েছিল রিয়াল পাওয়ার। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে জয়শঙ্কর সাহার পরিবারের পাশে দাঁড়াল ইস্টবেঙ্গলের এই ফ্যান ক্লাব। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

জয়শঙ্কর সাহার স্ত্রী এবং ৬ বছরের একটি মেয়ে রয়েছে। কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়িয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করল ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব রিয়াল পাওয়ার। জয়শঙ্কর সাহার স্ত্রী তপতী সাহার হাতে ৩ লক্ষ ২৫ হাজার টাকার জীবন বিমার পলিসি তুলে দিল একদল লাল-হলুদ সমর্থক। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে মাত্র ১২০ ঘণ্টার মধ্যে ৩ লক্ষ ২৫ হাজার টাকা তুলতে সক্ষম হয়েছে রিয়াল পাওয়ার। বিদেশে প্রচুর ফ্যান ক্লাব এ ভাবে সমর্থকদের পাশে দাঁড়ায়। এই দেশে সেই রেওয়াজ নেই। ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাব রিয়াল পাওয়ার সেই ব্যতিক্রমী কাজ করে চলে নীরবে।

এই জীবনবিমার মাধ্যমে জয়শঙ্কর সাহার স্ত্রী তপতী সাহা বছরে ২১ হাজার টাকা করে পাবেন। স্ত্রীর অবর্তমানে তাঁদের মেয়ে এককালীন ৩ লক্ষ ২৫ হাজার টাকা এবং বোনাস পাবে। ভবিষ্যতে এমন অনেক কাজ আরও করতে উদ্যোগী ইস্টবেঙ্গল রিয়াল পাওয়ার। ডার্বি দেখতে গিয়ে আক্রান্ত হওয়া অনির্বাণ কংসবণিকের চিকিৎসা পরবর্তী বিপুল খরচের ন্যুনতম দায়ভার কিংবা দুর্ঘটনায় আহত রনিকে আর্থিক সাহায্য দিয়ে পাশে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গলের এই ফ্যান ক্লাব। সমর্থকদের দুঃসময়ে ক্লাবগুলো যেমন এগিয়ে আসে, তেমনই ফ্যান ক্লাবগুলোও এ ভাবে এগিয়ে এসে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

Next Article