East Bengal: আইএসএলের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা ইস্টবেঙ্গলের

ম্যাচ শুরু হওয়ার দিন দুয়েক আগেই দল ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। এদিকে দল ঘোষণার আগেই বুধবার কেরলের উদ্দেশে রওনা দিয়েছে লাল-হলুদ ব্রিগেড।

East Bengal: আইএসএলের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা ইস্টবেঙ্গলের
Image Credit source: Twitter

| Edited By: তিথিমালা মাজী

Oct 05, 2022 | 10:48 PM

কলকাতা: আগামী শুক্রবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল ক্লাব (East bengal)। ইস্টবেঙ্গল-কেরালা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইএসএলের ২০২২-২৩ মরসুম (ISL)। তার আগে ২৭ সদস্যের দল ঘোষণা করল লাল-হলুদ শিবির। দলে মিডফিল্ডার, ডিফেন্ডারদের বাড় বাড়ন্ত। ১১ জন মিডফিল্ডার এবং ৯ জন ডিফেন্ডারকে ২৭ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে। দলে রয়েছে ৪ জন ফরোয়ার্ড এবং তিনজন গোলরক্ষক। ৭ অক্টোবর নবম সংস্করণের উদ্বোধনী ম্যাচের পর ১২ অক্টোবর ঘরের মাঠে একটি ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের।

ম্যাচ শুরু হওয়ার দিন দুয়েক আগেই দল ঘোষণা করে দিল স্টিফেন কনস্ট্যানটাইনের টিম। এদিকে দল ঘোষণার আগেই বুধবার কেরলের উদ্দেশে রওনা দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার কোচির মাঠে মুখোমুখি হবে দুটি দল। দেখে নিন ইস্টবেঙ্গলের ২৭ সদস্যের আইএসএল দল—

গোলরক্ষক: কমলজিৎ সিং, নবীন কুমার, পবন কুমার।

ডিফেন্ডার: অঙ্কিত মুখোপাধ্যায়, চারিস কিরিয়াকো, ইভান গঞ্জালেস, জেরি লালরিনজুয়ালা, লালচুংনুঙ্গা, মহম্মদ রাকিপ, নবী খান, সার্থক গোলুই, প্রীতম সিং, তুহিন দাস।

মিডফিল্ডার: অ্যালেক্স লিমা, অমরজিৎ কিয়াম, অনিকেত যাদব, জর্ডান ও’ডোহার্টি, মোবাশ্বির রহমান, সৌভিক চক্রবর্তী, ওয়াহেংবাম আঙ্গুসানা।

ফরোয়ার্ড: ক্লিটন সিলভা, এলিয়ান্দ্রো, ভিপি সুহের, হিমাংশু জাংড়া, নওরেম সিং, সুমিত পাসি, থংকোসিয়েম হাওকিপ।