East Bengal: ৭ বছর পর লাল-হলুদে ফিরছেন খাবরা, মৌখিক সম্মতি মন্দারের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 05, 2023 | 2:35 PM

East Bengal Club: ইস্টবেঙ্গলে ফিরতে চলেছেন হরমনজ্যোৎ সিং খাবরা। এ দিকে নিশু কুমার আর মন্দার রাও দেশাইয়ের কাছেও চুক্তিপত্র পাঠিয়েছে ইস্টবেঙ্গল। দুই ফুটবলারই মৌখিক সম্মতি জানিয়েছেন।

East Bengal: ৭ বছর পর লাল-হলুদে ফিরছেন খাবরা, মৌখিক সম্মতি মন্দারের
৭ বছর পর লাল-হলুদে ফিরছেন খাবরা, মৌখিক সম্মতি মন্দারের

Follow Us

কলকাতা: বিদেশি ফুটবলারদের কার্যত ফাইনাল করে নেওয়ার পর দেশীয় ফুটবলারদের নেওয়ার কাজে জোর বাড়িয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ক্লেটন সিলভার সঙ্গে আগেই চুক্তি করেছিল ক্লাব। সিভেরিও, বোরহা, ক্রেসপোদের সঙ্গেও চুক্তি প্রায় পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল। দেশীয় ফুটবলারদের মধ্যে নন্দ কুমার লাল-হলুদের পথে। গত বছর ওড়িশার জার্সিতে বেশ ভালো পারফর্ম করেন নন্দ কুমার। এ দিকে কয়েকদিন আগেই ১১ জন ফুটবলারকে ছেড়ে দেওয়ার কথা সরকারি ভাবে ঘোষণা করে ইস্টবেঙ্গল। অমরজিৎ সিং, হিমাংশু জ্যাংরা, হাওকিপদের ছেড়ে দেয় লাল-হলুদ। স্টিফেন কনস্ট্যান্টাইনের (Stephen Constantine) কোচিংয়ে সে ভাবে খেলার সুযোগও পাননি অমরজিৎ। ভালো দল গড়তে চুপিসারেই দলগঠনের কাজ করছে ইস্টবেঙ্গল। কুয়াদ্রাতের পাঠানো লিস্ট মেনেই টিম তৈরি হচ্ছে। গত সপ্তাহে দল গঠন সংক্রান্ত বিষয়ে ইনভেস্টর কর্তাদের সঙ্গে আলোচনাতেও বসেন ক্লাব কর্তারা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইস্টবেঙ্গলে ফিরতে চলেছেন হরমনজ্যোৎ সিং খাবরা। ৭ বছর বাদে লাল-হলুদে ফিরতে চলেছেন পঞ্জাব তনয়। কেরিয়ারের শুরুতে ইস্টবেঙ্গলে সাত বছর খেলেছিলেন। মাঝে চেন্নাইয়িন এফসি, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্সে খেলেন তিনি। ৩৫ বছরের ফুটবলার এ বার ইস্টবেঙ্গলের পথে। ইতিমধ্যেই খাবরার কাছে চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ দিকে নিশু কুমার আর মন্দার রাও দেশাইয়ের কাছেও চুক্তিপত্র পাঠিয়েছে ইস্টবেঙ্গল। দুই ফুটবলারই মৌখিক সম্মতি জানিয়েছেন। লেফট ব্যাকে একজন অভিজ্ঞ ফুটবলারকে চেয়েছেন কুয়াদ্রাত। জেরিকে ছেড়ে দিয়েছে ক্লাব। নিশু বা মন্দার সই করলে সেই সমস্যা মিটতে পারে। গোলকিপার পজিশনে মহম্মদ নাওয়াজ আর প্রভসুখন গিলকে নেওয়ার চেষ্টা রয়েছে ইস্টবেঙ্গল। রহিম আলির আশা এখনও ছাড়েনি লাল-হলুদ। তবে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে রহিম আলিকে। ইনভেস্টর-ক্লাব আলোচনার মাধ্যমে বঙ্গতনয়কে নেওয়ার জন্য আরও একবার অল আউট ঝাঁপাতে চাইছে।

এ দিকে কলকাতা লিগে কোচিং করাতে পারেন বিনো জর্জ। লিগ শুরুর অন্তত দু’সপ্তাহ আগে অনুশীলন শুরু করতে চাইছেন বিনো। মূলত ডেভলেপমেন্ট লিগ আর রিজার্ভ দলের ফুটবলারদের নিয়েই কলকাতা লিগ খেলতে চায় ইস্টবেঙ্গল। ২৫ জুন থেকে শুরু হবে কলকাতা লিগ। জুলাইয়ের প্রথম সপ্তাহে মাঠে নামতে পারে সিনিয়র টিম। জুলাইয়ের মাঝামাঝি রয়েছে ডুরান্ড কাপও। এ বার নিজেদের মাঠেই কলকাতা লিগের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। ঘরোয়া লিগ থেকে সিনিয়র টিমে ফুটবলার বাছতে নজরও রাখবেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।

Next Article