Durand Cup 2022: রবিবার ডেডলাইন, এখনও পুরো ফুটবলারের তালিকা দেয়নি ইস্টবেঙ্গল
২২ তারিখ প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের। প্রতিপক্ষ ভারতীয় নৌসেনা।

কলকাতা: ১৬ তারিখ থেকে শুরু ডুরান্ড কাপ (Durand Cup 2022)। প্রথম ম্যাচেই মুখোমুখি মহমেডান স্পোর্টিং আর এফসি গোয়া। বেশিরভাগ দলই তাঁদের ফুটবলারদের তালিকা জমা দিয়েছে ডুরান্ড কমিটিকে। নূন্যতম ১৮ জন ফুটবলারের তালিকা জমা দিতে হবে। ইস্টবেঙ্গলের দলগঠন প্রক্রিয়া এখনও শেষ হয়নি। বিদেশি নির্বাচনও বাকি আছে। ২০ তারিখ ডুরান্ডে যাত্রা শুরু করছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড। ২২ তারিখ প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের (Eastbengal)। প্রতিপক্ষ ভারতীয় নৌসেনা। এখনও পর্যন্ত ১৫ জন ফুটবলারকে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। শুভাশিস রায়চৌধুরীকে এখনও সই করায়নি ইমামি ইস্টবেঙ্গল (Emami Eastbengal)।
১৪ তারিখ, রবিবার ডুরান্ডে ফুটবলার রেজিস্ট্রেশনের শেষ দিন। ইস্টবেঙ্গল বাদে বাকি প্রায় সব দলই পুরো স্কোয়াডের নাম রেজিস্ট্রার করিয়েছে ডুরান্ড কাপে। সূত্রের খবর, এখনও পর্যন্ত ১৮ জনের নাম ডুরান্ড কমিটির কাছে জমা দিতে পারেনি ইস্টবেঙ্গল। যে কয়েকজনকে সই করিয়েছে, তাঁদেরই নাম টুর্নামেন্টের জন্য রেজিস্ট্রেশন করিয়েছে। হাতে আর ৪৮ ঘণ্টা। তার মধ্যেই বাকি ফুটবলারদের নাম জমা দিতে হবে। বিদেশি বাছাই এখনও চূড়ান্ত হয়নি। বাকি সমস্ত দল যেখানে পেশাদার মনোভাব নিয়ে এগোচ্ছে ডুরান্ডে, ইমামি ইস্টবেঙ্গল সেখানে অনেকটাই পিছিয়ে।
জামশেদপুর এফসিতে খেলা অ্যালেক্স লিমা ইস্টবেঙ্গলের পথে। ২ বছরের চুক্তিতে লাল-হলুদে সই করতে চলেছেন তিনি। যদিও সরকারি ঘোষণা এখনও বাকি আছে।





