ISL 2023-24: কাউন্টডাউন শুরু, আইএসএল ট্রফির সঙ্গে ফটোসেশনে ইস্ট-মোহনের কোচ-ফুটবলাররা
২১ সেপ্টেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে দশম আইএসএল। ২৩ সেপ্টেম্বর ঘরের মাঠে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। ২৫ সেপ্টেম্বর ঘরের মাঠে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল।

কলকাতা: ২১ তারিখ থেকে শুরু আইএসএল (ISL)। দশম আইএসএল ঘিরে উন্মাদনার পারদ এখন থেকেই চড়তে শুরু করে দিয়েছে। এ বারের লিগে দলের সংখ্যা বেড়েছে। এ বার আইএসএলে খেলবে ১২টি দল। আইএসএলের দশম সংস্করণ শুরুর আগে বুধবার শহর কলকাতায় ৭টি দলের কোচ থেকে ফুটবলাররা আইএসএল ট্রফির সঙ্গে ফটো সেশনে সামিল। ইস্টবেঙ্গলের (East Bengal) হেড কোচ কার্লোস কুয়াদ্রাত আর মোহনবাগান (Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দো ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। একই সঙ্গে ইস্টবেঙ্গলের অধিনায়ক ব্রাজিলীয় তারকা ক্লেইটন সিলভা আর বাগান অধিনায়ক শুভাশিস বসু ছিলেন ফটো সেশনে। TV9Bangla Sports এ বিস্তারিত জেনে নিন।
ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরার সঙ্গে ছিলেন গোলকিপার অমরিন্দার সিং। এর পাশাপাশি ছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি র হেড কোচ হুয়ান পেড্রো বেনালি, পাঞ্জাব এফসির হেড কোচ স্তাইকস ভার্জেটিস, জামশেদপুর এফসি র অ্যাসিস্ট্যান্ট কোচ হেজিরাদান রামাদানি এবং কেরালা ব্লাস্টার্স এর হেড কোচ ইভান ভুকুমানভিচ।
২১ সেপ্টেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে দশম আইএসএল। ২৩ সেপ্টেম্বর ঘরের মাঠে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। ২৫ সেপ্টেম্বর ঘরের মাঠে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। ২৮ অক্টোবর আইএসএলের কলকাতা ডার্বি। বড় ম্যাচ নিয়ে এখন থেকে রয়েছে উন্মাদনা। ডুরান্ড কাপে পর পর দু’বার মুখোমুখি হয়েছে ইস্ট-মোহন। একবার করে জিতেছে দুটো টিম। মোহনবাগান যেমন গত মরসুমের মতো ভালো টিম, ইস্টবেঙ্গলও এ বার অনেক গোছানো। ডুরান্ড কাপের ফাইনালে হারলেও ইস্টবেঙ্গলের খেলায় তৃপ্তি মিলেছিল। গত কয়েক মরসুমে ইস্টবেঙ্গল কার্যত কিছুই করতে পারেনি আইএসএলে। এ বার বিবর্ণ অতীত পাল্টে দিতে চাইছেন কুয়াদ্রাত। যে কারণে ২৮ অক্টোবরের ডার্বিতে যুবভারতী উপচে পড়বে, এমনই আশা করছে আইএসএলের আয়োজকরা।
