East Bengal: ডার্বি পিছোতে ফেডারেশনকে চিঠি ইস্টবেঙ্গলের
East Bengal I-League : এ দিকে নিজেদের মাঠে ভিআইপি বক্স বানাচ্ছে ইস্টবেঙ্গল। প্রেস বক্সের পাশেই তৈরি করা হচ্ছে ভিআইপি বক্স। ম্যাচ দেখতে আসা বিশেষ ব্যক্তিরা লিফ্টের মাধ্যমে ভিআইপি বক্সে যেতে পারবেন। আশা করা হচ্ছে, কলকাতা লিগের আগেই বক্স বানানোর কাজ শেষ হয়ে যাবে।
কলকাতা: এ বার ফেডারেশনকে চিঠি ইস্টবেঙ্গলের। ডেভেলপমেন্ট ডার্বি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে ফেডারেশনকে চিঠি লাল-হলুদের। সিনিয়র দলের পারফরম্যান্স খুবই খারাপ। তবে লাল-হলুদের যুব দল মান রাখছে। পূর্বাঞ্চল পর্যায়ে বেশ ভালো পারফর্ম করেছে বিনো জর্জের দল। যুব লিগে ধারাবাহিকতা বজায় রাখতে চান তুহিন দাস, জেসিন টিকেরা। ডেভেলপমেন্ট লিগে এখনও কঠিন রাউন্ড বাকি ইস্টবেঙ্গলের। বিনো জর্জের অধীনে জোরকদমে অনুশীলন করছেন ফুটবলাররা। একই সঙ্গে রয়েছে আই লিগের দ্বিতীয় ডিভিশনের ম্যাচও। ইস্টবেঙ্গলের রিজার্ভ দল এই দ্বিতীয় ডিভিশন লিগে খেলবে। সেই রিজার্ভ দলের অনেকেই আবার খেলেন যুব লিগে। দুটো লিগে ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করার লক্ষ্যেই এগোচ্ছে ইস্টবেঙ্গল। সেই মতোই অনুশীলনে নিয়মিত গা ঘামাচ্ছেন লাল-হলুদের ফুটবলাররা। বিস্তারিত TV9Bangla-য়।
৪ তারিখ আই লিগের দ্বিতীয় ডিভিশন লিগে যাত্রা শুরু করছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে লাল-হলুদের সামনে শিলং লাজং এফসি। লাজংয়ের বিরুদ্ধে নিজেদের মাঠে খেলার কথা থাকলেও, ম্যাচের স্থান পরিবর্তন হয়। নৈহাটিতে লাজংয়ের বিরুদ্ধে আই লিগ দ্বিতীয় ডিভিশনের ম্যাচে নামবে ইস্টবেঙ্গল।
এ দিকে ৭ তারিখই রয়েছে ডেভেলপমেন্ট লিগের ডার্বি। রিজার্ভ টিমের জেসিন টিকে, অতুল উন্নিকৃষ্ণন, তুহিন দাস, আদিত্য পাত্ররা যুব লিগেও খেলেন। তাই বড় ম্যাচ পিছনোর আবেদন জানিয়েছে ইস্টবেঙ্গল। ডেভেলপমেন্ট লিগে ভালো পারফর্ম করলেই ‘নেক্সট জেন’ কাপে পারফর্ম করার সুযোগ থাকবে। গত বছর বেঙ্গালুরু এফসি আর কেরালা ব্লাস্টার্স এই টুর্নামেন্টে খেলেছিল। রিজিওনাল কোয়ালিফায়ারের পর জাতীয় গ্রুপ পর্ব আর জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ থাকছে। সেখানে প্রথম দুইয়ে শেষ করতে পারলেই নেক্সট জেন কাপে খেলার সুযোগ পাবে।
এ দিকে নিজেদের মাঠে ভিআইপি বক্স বানাচ্ছে ইস্টবেঙ্গল। প্রেস বক্সের পাশেই তৈরি করা হচ্ছে ভিআইপি বক্স। ম্যাচ দেখতে আসা বিশেষ ব্যক্তিরা লিফ্টের মাধ্যমে ভিআইপি বক্সে যেতে পারবেন। আশা করা হচ্ছে, কলকাতা লিগের আগেই বক্স বানানোর কাজ শেষ হয়ে যাবে।