East Bengal : ইস্টবেঙ্গলে জোড়া ফলা, দুই স্প্যানিশ ফুটবলারকে সই করাল লাল হলুদ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 17, 2023 | 3:16 PM

Kolkata Football : বাকি ফ্র্যাঞ্চাইজিগুলি শক্তিশালী দল গড়েছিল। ইস্টবেঙ্গল শেষ দিকে টিম গড়ে। ফলে পছন্দ অনুযায়ী ফুটবলার নিতে ব্যর্থ তারা। এ বার অনেক আগে ভাগেই দল গঠনের কাজে নেমে পড়েছিল।

East Bengal : ইস্টবেঙ্গলে জোড়া ফলা, দুই স্প্যানিশ ফুটবলারকে সই করাল লাল হলুদ
Image Credit source: East Bengal

Follow Us

কলকাতা : নতুন মরসুমের শক্তিশালী দল গড়তে মরিয়া ইস্টবেঙ্গল। দুই নতুন ফুটবলারকে সই করাল লাল হলুদ। দুই স্প্যানিশ ফুটবলার হলেন জেভিয়ার সিভেরিও এবং সাউল ক্রেসপো। ইন্ডিয়ান সুপার লিগে বেশ কয়েক বছর খেলছে লাল-হলুদ। যদিও তাদের পারফরম্যান্স আশানুরূপ নয়। গত বছর ইনভেস্টর সমস্যায় পড়েছিল ইস্টবেঙ্গল। বাকি ফ্র্যাঞ্চাইজিগুলি শক্তিশালী দল গড়েছিল। ইস্টবেঙ্গল শেষ দিকে টিম গড়ে। ফলে পছন্দ অনুযায়ী ফুটবলার নিতে ব্যর্থ তারা। এ বার অনেক আগে ভাগেই দল গঠনের কাজে নেমে পড়েছিল। বেশ কয়েকজন বিদেশি ফুটবলারকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। তালিকায় সংযোজন সিভেরিও এবং ক্রেসপো। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সিভেরিও ইস্টবেঙ্গলে নতুন হলেও ভারতীয় ফুটবলে নন। ২০২১-২২ মরসুমে ভারতীয় ফুটবলে অভিষেক হয় তাঁর। হায়দরাবাদ এফসিকে আইএসএল চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিলেন সিভেরিও। ২৫ বছর বয়সি এই ফুটবলার স্পেনের লাস পামাস অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। পামাসের বি দল এবং স্পেনের আর এক ক্লাব রেসিং সান্তাদার মূল ও বি দলের হয়ে খেলেছেন। ইন্ডিয়ান সুপার লিগে ৪৫ ম্যাচে ১২টি গোল করেছেন সিভেরিও।

ইস্টবেঙ্গলে সই করে উচ্ছ্বসিত সিভেরিও বলছেন, ‘শতবর্ষ প্রাচীণ ঐতিহ্যশালী এই ক্লাবে সই করতে পেরে গর্বিত। ভারতবর্ষ আমার কাছে খুবই প্রিয়। ইন্ডিয়ান সুপার লিগে সফর দীর্ঘায়িত করতে পেরে ভালো লাগছে। সল্টলেক স্টেডিয়ামে লাল-হলুদ ঢেউ দেখতে মুখিয়ে রয়েছি।’

আইএসএলের প্লে-অফে জায়গা করে নেওয়া এবং ওড়িশা এফসির সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেন্ট্রাল মিডফিল্ডার সাউল ক্রেসপোর। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে বলছেন, ‘ইস্টবেঙ্গল আমাকে নিতে চাইছে শুনে বিন্দু মাত্র ভাবনা চিন্তা করিনি। ভারতবর্ষের অন্যতম সেরা ক্লাব ইস্টবেঙ্গল। সমর্থকরা খুবই ভালো। গত বছর কলকাতা ডার্বি দেখার সুযোগ হয়েছিল। আকর্ষণীয় লেগেছে। এই টিমে খেলতে মুখিয়ে রয়েছি। চেষ্টা করব যত বেশি ম্যাচ খেলা যায়।’