
কলকাতা: দাদারা পারেননি। এবার ভাইদের পালা। ডেভলেপমেন্ট লিগের (Development League) জন্য ৪০ জনের দল ঘোষণা করল ইস্টবেঙ্গল (East Bengal)। বেশ কয়েকদিন ধরে সল্টলেকের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করছে লাল-হলুদের উদীয়মান ফুটবলাররা। রিজার্ভ বেঞ্চের ফুটবলার এবং অনূর্ধ্ব-২১ দলের ফুটবলাররা অনুশীলন করছেন দলের সঙ্গে। ম্যাচের দিন পাঁচজন অনূর্ধ্ব-২৩ ফুটবলার খেলানো যাবে। ৪০ জনের দলে ১০ জন অনূর্ধ্ব-২৩ ফুটবলার রয়েছে ইস্টবেঙ্গলের। মাঝে অন্যান্য ক্লাব থেকেও বেশ কয়েকজনকে ট্রায়ালে ডাকে লাল-হলুদ। ইস্টবেঙ্গলের ডেভলেপমেন্ট টিমের কোচ বিনো জর্জ। রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা এ বারে কলকাতা লিগ খেলেছিলেন। এছাড়া অন্যান্য টুর্নামেন্টে খেলে থাকে ইস্টবেঙ্গলের এই ফুটবলাররা। তিন দফায় এবারের ডেভলেপমেন্ট লিগ হবে। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ গ্রুপ পর্ব এবং ন্যাশনাল ফাইনাল। টুর্নামেন্টের প্রথম চার দল কোয়ালিফাই করবে নেক্সট জেন কাপে। বিস্তারিত TV9 Bangla-য়।
ইস্টবেঙ্গলের সিনিয়র টিম থেকে তিন ফুটবলারকে নেওয়া হয়েছে ডেভলেপমেন্ট লিগে। তাঁরা হলেন- হিমাংশু জ্যাংরা, তুহিন দাস, অতুল উন্নিকৃষ্ণণ। অনূর্ধ্ব-১৭ দল থেকে নেওয়া হয়েছে ৮ ফুটবলারকে। এদের মধ্যে রয়েছে নুর আলম, হারু রায়, সুদীপ্ত মন্ডল, মহম্মদ ইয়াসিন, রাকেশ মালি, মহম্মদ আফজল, মোচা ইরোম, মিরাজ মল্লিক। গত ডিসেম্বরে অনূর্ধ্ব-১৭ ইয়ুথ কাপে অংশ নিয়েছিল এই ৮ ফুটবলার।
রিজার্ভ টিমের অর্পন পোল্লে, আদিল অমল, আদিত্য পাত্র, মহম্মদ নিশাদ, সঞ্জীব ঘোষ, বিষ্ণু টিএম, দীপ সাহা, তন্ময় দাস, লিজো, জেসিন টিকেরা আছেন দলে। অন্যান্য ফুটবলারদের ট্রায়ালের মাধ্যমে নেওয়া হয়েছে।
দলের কোচ বিনো জর্জ। সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস। ইস্ট জোন কোয়ালিফায়ারে রয়েছে ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান, মহমেডান স্পোর্টিং। ১৪ তারিখ ব্যারাকপুরে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। ১৭ তারিখ নৈহাটিতে প্রতিপক্ষ সুরুচি সংঘ। ২০ তারিখ কল্যাণীতে ওড়িশার বিরুদ্ধে খেলবে বিনো জর্জের দল। ২৩ তারিখ ডেভলেপমেন্ট লিগের ডার্বি। নৈহাটিতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। ২৬ তারিখ জামশেদপুর আর ২৯ তারিখ ব্যারাকপুরে মহমেডানের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। সবকটি ম্যাচই শুরু দুপুর ৩টেয়।