East Bengal: ‘সফল’ কোচই আনছে ইস্টবেঙ্গল, দৌড়ে নতুন নামও

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 29, 2023 | 9:49 PM

East Bengal New Coach : ভালো দল গড়তে ইনভেস্টরদের সাহায্য করতে চায় ক্লাব। কো-স্পনসর এনে আর্থিক ভাবে শক্তিশালী হতে চাইছে ইস্টবেঙ্গল। একই সঙ্গে ভালো দল গড়ার কাজেও হাত দিতে চায় লাল-হলুদ। নতুন কোচের পরামর্শ মতোই দল গড়া হবে। সামনের সপ্তাহের মধ্যেই হয়তো ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে।

East Bengal: সফল কোচই আনছে ইস্টবেঙ্গল, দৌড়ে নতুন নামও
Image Credit source: WIKIPEDIA

Follow Us

কলকাতা: স্টিফেন বিদায় অনেক আগেই নিশ্চিত। নতুন মরসুমে ইস্টবেঙ্গেলের কোচ কে হবেন? বাজারে ভাসছে বেশ কয়েকজন কোচের নাম। মঙ্গলবার বিনিয়োগকারী সংস্থার অফিসে ফের একবার বৈঠকে বসে ইস্টবেঙ্গল। ইমামি কর্তা দেবব্রত মুখোপাধ্যায় ও সন্দীপ আগরওয়াল ছিলেন বৈঠকে। ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার, সদানন্দ মুখোপাধ্যায়, রজত গুহ ছিলেন বৈঠকে। আর ছিলেন ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়। সোমবারই পিতৃবিয়োগ হয়েছে ইস্টবেঙ্গল ফুটবল সচিবের। মঙ্গলবারই মেগা মিটিংয়ে যোগ সৈকতের। পেশাদারিত্ব এবং ক্লাবের প্রতি ভালোবাসার জন্য এগিয়ে এলেন ইস্টবেঙ্গলের কর্পোরেট কর্তা। প্রায় দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত কিছু হল না। তবে কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে জোরকদমে। লিস্টে থাকা কোচেদের কাউকেই এখনও ফাইনাল করতে পারেনি ইস্টবেঙ্গল। বিস্তারিত TV9Bangla-য়।

মঙ্গলবার বৈঠকের পর একটা বিষয়ে আশ্বস্ত হতে পারেন ইস্টবেঙ্গল সমর্থকরা। আইএসএলের সফল কোচই আসছে লাল-হলুদে। মঙ্গলবারের বৈঠকের পর ইমামি কর্তা দেবব্রত মুখোপাধ্যায় বললেন, ‘অনেক কোচের সঙ্গেই কথা চলছে। ভালো কোচ আনার চেষ্টা চলছে। সফল কোচই আনতে চাই। চেষ্টা করছি আইএসএলে কোচিং করানো কাউকেই আনতে।’ সের্জিও লোবেরা, অ্যান্তোনিও লোপেজ হাবাসের নাম আগেই ছিল ক্লাবের পছন্দের তালিকায়। সেই তালিকা নিয়েই নাড়াচাড়া চলছে। তবে শোনা যাচ্ছে ওই লিস্টে যোগ হয়েছে কার্লোস কুয়াদ্রাতের নাম।

বেঙ্গালুরু এফসিতে আইএসএল জিতেছেন কুয়াদ্রাত। ২০১৬-১৭ মরসুমে বেঙ্গালুরু এফসিতে সহকারি কোচ ছিলেন। ২০১৮-২০২১ পর্যন্ত তিন বছর বেঙ্গালুরুর হেড কোচের দায়িত্ব সামলেছেন কুয়াদ্রাত। এখন ডেনমার্কের একটি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কোচ। তাঁর নামও রয়েছে আলোচনায়।

ইমামি কর্তা দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ‘কথাবার্তা চলছে। প্রক্রিয়া মজবুত করতে আলোচনা প্রয়োজন। ক্লাব কর্তাদের সঙ্গে আমাদের আলোচনা চলতে থাকবে। সামনাসামনি না হলেও, ভিডিয়ো কনফারেন্সে বৈঠক চলবে।’

এ দিকে ভালো দল গড়তে ইনভেস্টরদের সাহায্য করতে চায় ক্লাব। কো-স্পনসর এনে আর্থিক ভাবে শক্তিশালী হতে চাইছে ইস্টবেঙ্গল। একই সঙ্গে ভালো দল গড়ার কাজেও হাত দিতে চায় লাল-হলুদ। নতুন কোচের পরামর্শ মতোই দল গড়া হবে। সামনের সপ্তাহের মধ্যেই হয়তো ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে।

Next Article