East Bengal vs Jamshedpur FC Highlights: ফুলটাইম: জামশেদপুরকে ২-০ হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল

Jan 24, 2024 | 10:19 PM

Kalinga Super Cup 2024 Semi Final Live Score Updates: কলিঙ্গ সুপার কাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি (East Bengal vs Jamshedpur FC)। সেমিফাইনালের লাইভ স্কোর ও পুঙ্খানুপুঙ্খ আপডেট এই ব্লগে।

East Bengal vs Jamshedpur FC Highlights: ফুলটাইম: জামশেদপুরকে ২-০ হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল
Image Credit source: TV9 Bangla Graphics

Follow Us

কলকাতা: ডার্বি জিতে আত্মতুষ্ট নয় বরং আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেছিল কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি (East Bengal vs Jamshedpur FC)। লাল-হলুদের মতো জামশেদপুরও গ্রুপে জয়ের হ্যাটট্রিক করেছিল। সেমিফাইনালে ইস্পাতকঠিন লড়াইয়ের সামনে ছিল ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে মস্তিষ্কের লড়াইয়ে পেরে উঠলেন না খালিদ জামিল। জামশেদপুরকে ২-০ ব্যবধানে হারিয়ে সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল। এ মরসুমে দ্বিতীয় ফাইনাল। ডুরান্ড কাপের ট্রফি আসেনি, সুপার কাপে ট্রফি জয়ের আরও একটা সুযোগ ইস্টবেঙ্গলের। কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 24 Jan 2024 09:45 PM (IST)

    EB vs JFC: কী হল ম্যাচে?

    ক্লেটনের পেনাল্টি মিসে সামান্য হতাশা। জামশেদপুরকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল। বিস্তারিত পড়ুন: কার্লেস কুয়াদ্রাতের ‘দাবার ছকে’ ফাইনালে ইস্টবেঙ্গল

  • 24 Jan 2024 09:12 PM (IST)

    EB vs JFC: হিমশিম খালিদের ডিফেন্স, ৩-০ হল না!

    তরুণ ফুটবলার সায়নকে আটকাতে হিমশিম জামশেদপুর এফসির অভিজ্ঞ ডিফেন্ডার প্রতীক চৌধুরি। সায়নকে বক্সে কোনওরকমে আটকান। রেফারির চোখ এড়ায়নি। পেনাল্টি দেন ইস্টবেঙ্গলের পক্ষে। স্পটকিক নেন ক্যাপ্টেন ক্লেটন সিলভা। জোরালো কিক নিয়েছিলেন ক্লেটন। যদিও ক্রসবারে লাগে। পেনাল্টি থেকে ৩-০ হল না।


  • 24 Jan 2024 08:49 PM (IST)

    EB vs JFC: ডিফেন্সে দুর্দান্ত বোঝাপড়া

    কথা বলা খুব প্রয়োজন। কার্লেস কুয়াদ্রাতের টিমে সেটাই দেখা যাচ্ছে। প্রতিটি প্লেয়ারই নিজেদের মধ্যে কথা বলছেন। নিজেদের ভূমিকা, দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। বিশেষ করে বলতে হয় ডিফেন্সের কথা। এই বোঝাপড়ার জন্য ২ গোলের লিডকে সুরক্ষিত বলাই যায়।

  • 24 Jan 2024 08:40 PM (IST)

    EB vs JFC: সিভেরিও ২-০ করলেন

    দ্বিতীয়ার্ধের শুরুতেই অনবদ্য মুভ ইস্টবেঙ্গলের। নন্দকুমারের পাস থেকে নীশু কুমার বল সাজিয়ে দিয়েছিলেন সিভেরিওকে। সেন্ট্রাল ডিফেন্ডার প্রথম গোল করেন। দ্বিতীয় গোল স্ট্রাইকারের। ম্যাচের ৪৭ মিনিটে সিভেরিওর গোলে ২-০ এগিয়ে ইস্টবেঙ্গল।

  • 24 Jan 2024 08:26 PM (IST)

    EB vs JFC: বিরতি, সুরক্ষিত নয়

    হাফটাইমে ১-০ ব্যবধানে এগিয়ে ইস্টবেঙ্গল। একমাত্র গোলটি হিজাজির। তবে ১-০ এগিয়ে থাকলেও এই স্কোরলাইন সুরক্ষিত নয়। দ্বিতীয়ার্ধে যত দ্রুত সম্ভব লিড নিতে হবে। জামশেদপুর এখান থেকেও ম্যাচের রং বদলে দিতে পারে।

  • 24 Jan 2024 07:56 PM (IST)

    EB vs JFC: পারদো-পারতো!

    সকলেই ভেবেছিলেন পারদো থ্রু বল দেবেন। হঠাৎই শট করেন। জামশেদপুর গোলরক্ষক টিপি রেহনেশ লাইনের বাইরে ছিলেন। পারদোর হঠাৎ নেওয়া শট তাঁর ওপর দিয়ে গোলেও ঢুকতে পারতো। তবে পিছিয়ে লাইনে বল ধরেন রেহনেশ।

  • 24 Jan 2024 07:54 PM (IST)

    EB vs JFC: সেন্ট্রাল ডিফেন্ডার-স্কোরার

    ইস্টবেঙ্গলের সেন্ট্রাল ডিফেন্ডার হিজাজি গোল করছেন, এই দৃশ্য নতুন নয়। জামশেদপুরের বিরুদ্ধে ১৯ মিনিটে হিজাজির গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। ক্লেটনের পর সাউল ক্রেসপো খুব সুন্দর জায়গায় বল রেখেছিলেন। গোলের সামনে থেকে হালকা টাচে জালে বল জড়াতে ভুল করেননি হিজাজি।

  • 24 Jan 2024 07:32 PM (IST)

    EB vs JFC: কার্ড সমস্যা

    ইস্টবেঙ্গলে কার্ড সমস্যায় নেই বোরহা। একই কারণে নেই চিমা। ধোঁয়াশা পরিষ্কার হল। বোরহার পরিবর্তে ইস্টবেঙ্গলে শুরু থেকেই বিষ্ণুকে খেলানো হচ্ছে।

  • 24 Jan 2024 07:02 PM (IST)

    EB vs JFC: জামশেদপুর এফসিতে চিমা ধোঁয়াশা!

    ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নেই ড্যানিয়েল চিমা। ম্যাচের আগের দিনও জামশেদপুর এফসি কোচ খালিদ জামিল জানিয়েছিলেন, সকলেই ফিট রয়েছেন। অথচ শুরুর একাদশ দূর অস্ত, রিজার্ভেও নেই চিমার নাম! দেখে নিন জামশেদপুরের লাইন আপ:

  • 24 Jan 2024 06:48 PM (IST)

    EB vs JFC: ইস্টবেঙ্গলের লাইন আপ

    জামশেদপুর এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের শুরুর একাদশ এবং সম্পূর্ণ লাইন আপ দেখে নিন:

  • 24 Jan 2024 06:45 PM (IST)

    EB vs JFC: ক্লেটন বনাম চিমা?

    কলিঙ্গ সুপার কাপে ক্লেটন সিলভা বনাম ড্যানিয়েল চিমা চুকু? ক্লেটন ইতিমধ্যেই চার গোল করেছেন। অন্যদিকে চিমা করেছেন ৩ গোল। ক্লেটন ইস্টবেঙ্গলের বর্তমান। চিমা ইস্টবেঙ্গলের অতীত এবং জামশেদপুর এফসির বর্তমান। ম্যাচের এই দ্বৈরথেও নজর থাকবে।

  • 24 Jan 2024 06:32 PM (IST)

    EB vs JFC: মোহনবাগান যা চায়…

    সোমবার একটি অনুষ্ঠানে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছিলেন তাঁর প্রত্যাশা। ইস্টবেঙ্গল কি পারবে মোহনবাগানেরও প্রত্যাশা পূরণ করতে? বিস্তারিত পড়ুন: ইস্টবেঙ্গলের হাতেই সুপার কাপ দেখতে চাইছে মোহনবাগান

  • 24 Jan 2024 06:26 PM (IST)

    EB vs JFC: এই ম্যাচে কী নজরে?

    কলিঙ্গ সুপার কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি। রইল ম্যাচ প্রিভিউ, বিস্তারিত পড়ুন: সবচেয়ে ‘বড়’ ম্যাচ জিতে সেমিফাইনালের জন্য প্রস্তুত ইস্টবেঙ্গল

  • 24 Jan 2024 06:18 PM (IST)

    EB vs JFC: প্রস্তুত ইস্টবেঙ্গল

    কলিঙ্গ সুপার কাপ কি এখন ম্যাড়ম্যাড়ে লাগছে? কলকাতা ডার্বির পর এমনটাই হওয়া স্বাভাবিক। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য নয়। তাদের কাছে ট্রফি জয়ের হাতছানি। আজ প্রথম ধাপ, সেমিফাইনাল। দুটো ম্যাচ জিতলেই ট্রফি। সেটাই লক্ষ্য কার্লেস কুয়াদ্রাতের দলের।