Kalinga Super Cup: ইস্টবেঙ্গলের হাতেই সুপার কাপ দেখতে চাইছে মোহনবাগান
Mohun Bagan Secretary on East Bengal: মোহনবাগানের সুপার কাপ থেকে বিদায় হলেও আইএসএলে টানা দু-বার ট্রফি জেতার স্বপ্ন শেষ হয়ে যায়নি। আন্তোনিও হাবাস পুরো টিম গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। দুই প্রধানকে বাদ দিলে মহমেডানও খেতাবের স্বপ্নে বুঁদ। আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে সাদা-কালো শিবির। আর তা যদি হয়, তা হলে গত দু মরসুমের সেরা চারটে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে বাংলারই তিন টিম। গোয়া, কেরলের দাপটের সামনে বাংলার ফুটবলের পুনরুত্থান বলাই যায়।
বৃত্ত সম্পূর্ণ করার গল্প শোনাচ্ছেন? যদি এ ভাবেও ভাবা হয়, ভুল হবে না। অন্তত মোহনবাগান এই তাগিদই দেখতে চাইছে ইস্টবেঙ্গলের কাছ থেকে। তালিকা এতেই শেষ নয়, জুড়ে ফেলতে হবে মহমেডান স্পোর্টিংকেও। গত বছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। এ মরসুমের শুরুতে ডুরান্ড ঘরে তুলেছে সবুজ মেরুন। রইল বাকি বাকি ভারতের আরও দুই সেরা টুর্নামেন্ট। সুপার কাপ এবং আই লিগ। এই দুই খেতাব যেন বাংলাতেই আসে, ইস্টবেঙ্গল ও মহমেডানের কাছে আর্জি রাখলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বাগান কর্তার এ হেন দাবি লাল-হলুদ সমর্থকরা কী ভাবে নেবেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বেশ কয়েক বছর পর ইস্টবেঙ্গলে আবার ফিরেছে সেই পুরনো ঝাঁঝ। কার্লেস কুয়াদ্রাতের হাতে পড়ে ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে, আইএসএল টিম ভালো পারফর্ম করছে। সুপার কাপেও দেখা যাচ্ছে তারই প্রতিফলন। ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে শেষ চারে পা রেখেছে ইস্টবেঙ্গল। কাল জামশেদপুর এফসির বিরুদ্ধে নামবেন ক্লেটন সিলভারা। এই ম্যাচেও ফেভারিট লাল-হলুদ।
মোহনবাগানের সুপার কাপ থেকে বিদায় হলেও আইএসএলে টানা দু-বার ট্রফি জেতার স্বপ্ন শেষ হয়ে যায়নি। আন্তোনিও হাবাস পুরো টিম গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। দুই প্রধানকে বাদ দিলে মহমেডানও খেতাবের স্বপ্নে বুঁদ। আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে সাদা-কালো শিবির। আর তা যদি হয়, তা হলে গত দু মরসুমের সেরা চারটে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে বাংলারই তিন টিম। গোয়া, কেরলের দাপটের সামনে বাংলার ফুটবলের পুনরুত্থান বলাই যায়।
বাগান সচিব দেবাশিস বলছেন, ‘আমি চাই ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হোক। আর আই লিগ জিতুক মহমেডান। ভারতের সেরা চারটে টুর্নামেন্ট যদি ধরা হয়, তা হলে আমরা গত বছর আইএসএল জিতেছি, এ বার মরসুমের শুরুতেই ডুরান্ড কাপ। হাতে রইল আরও তিনটে টুর্নামেন্ট। তার মধ্যে সুপার কাপ ও আই লিগ যদি ইস্টবেঙ্গল-মহমেডান জেতে, তা হলে বৃত্ত সম্পূর্ণ হবে। বাংলার ফুটবলের জন্য এটা অত্যন্ত ভালো ব্যাপার। আর সেই কারণেই বেশি করে চাই, ইস্টবেঙ্গল সুপার কাপ জিতুক।’