কলকাতা: মরসুমের তৃতীয় এবং বছরের প্রথম ডার্বির উত্তেজনা ছিল তুঙ্গে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম কার্যত যুবভারতীতে পরিণত হয়েছিল। কলিঙ্গ সুপার কাপে একই গ্রুপে দুই ঐতিহ্যশালী দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। এ মরসুমে ডুরান্ড কাপে দুটো ডার্বি হয়েছিল। ডুরান্ডে গ্রুপ পর্বের ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। টানা আটটি ডার্বি হারের পর অবশেষে জয়ের স্বাদ পেয়েছিল লাল-হলুদ শিবির। ডুরান্ড ফাইনালেও মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। বদলা নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ মেরুন। এ বার যেন ইস্টবেঙ্গলের বদলার পালা ছিল। মরসুমে তিনটির মধ্যে দুটো ডার্বি জিতল ইস্টবেঙ্গল। মোহনবাগানকে ৩-১ ব্যবধানে হারিয়ে কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল। ডার্বিতে (Kolkata Derby) জোড়া গোল লাল-হলুদ ক্যাপ্টেন ক্লেটন সিলভার। কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
ট্রেভর জেমস মর্গ্যানের সময়ে ইস্টবেঙ্গল দারুণ পারফর্ম করত। কার্লেস কুয়াদ্রাতের কথাতে বারবার ফিরল ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ মর্গ্যানের নাম! বিস্তারিত পড়ুন: ডার্বি জিতে ইস্টবেঙ্গল কোচের মুখে ট্রেভর মর্গ্যানের নাম!
ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ ট্রেভর জেমস মর্গ্যান ডার্বির আগের দিন সাক্ষাৎকারে বলেছিলেন, দাপট দেখিয়েই জয় পাবে ইস্টবেঙ্গল। তেমনই হল! বিস্তারিত পড়ুন: ‘ডার্বিতে এ বার দাপট দেখাবে ইস্টবেঙ্গল…’ ডার্বির আগে সাক্ষাৎকারে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ মর্গ্যান
জয়ের হ্যাটট্রিক। ডার্বিতে ৩-১ ব্যবধানে জয়। কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল। গ্রুপেই বিদায় মোহনবাগানের। বিস্তারিত পড়ুন: মরসুমের তৃতীয় ডার্বি, পিছিয়ে পড়েও দ্বিতীয় জয় ইস্টবেঙ্গলের
আর্শ আনোয়ারের জোড়া সেভ। ৪-১ হওয়া থেকে বাঁচল মোহনবাগান। পরিবর্ত হিসেবে নামা অজয় ছেত্রী দারুণ সুযোগ পেয়েছিলেন। অল্পের জন্য স্কোর লাইনে তাঁর নাম যোগ হল না।
ম্যাচের ৮০ মিনিটে ফের গোল ক্যাপ্টেন ক্লেটন সিলভার। হিজাজির হেড মোহনবাগান গোলরক্ষক আর্শ আনোয়ার সেভ করতে ব্যর্থ। তাঁর হাত ফসকে যায়। বল পেয়েই গোলে পরিণত করেন ক্লেটন সিলভা। ম্যাচে তাঁর দ্বিতীয় গোল।
৭৮ মিনিটে- সাদিকু, হ্যামিলকে তুলে সুহেল ভাট ও সুমিত রাঠিকে নামাল মোহনবাগান। অন্য দিকে, সিভেরিওর পরিবর্তে বিষ্ণুকে নামাল ইস্টবেঙ্গল।
ম্যাচের শুরু থেকেই কিয়ান নাসিরি সমস্যা তৈরি করেছেন ইস্টবেঙ্গল বক্সে। যদিও লাল-হলুদে সমাধান হয়ে দাঁড়িয়েছেন নীশু কুমার। কিয়ান বারবার চেষ্টা করলেও নীশুর কাছে আটকে গিয়েছেন।
৬৩ মিনিটে লিড নিল ইস্টবেঙ্গল। গোলকিপার প্রভসুখন গিলের লম্বা বল। সিভেরিও হেড করেও পাননি। মোহনবাগানের রবি রানার সঙ্গে বল দখলে জেতেন বোরহা। তাঁর শট পোস্টে লাগে। ফিরতি বলে গোল নন্দকুমারেরর। টানা আটটি ডার্বি হারের পর ডুরান্ডের গ্রুপ পর্বে নন্দকুমারের গোলেই জিতেছিল ইস্টবেঙ্গল। আরও এক বার ডার্বিতে গোল করে নায়ক নন্দ।
একটি হলুদ কার্ড আগেই দেখেছিলেন। সিভেরিওর সঙ্গে বল দখলের চেষ্টায় অ্যাক্রোব্যাটিক চেষ্টা। হাইবুট তুলেছিলেন। রেড কার্ড থেকে বাঁচলেন। এরপরই তাঁকে তুলে নেন কোচ ক্লিফোর্ড মিরান্ডা। ৬০ মিনিটে একই ঘটনা গ্ল্যান মার্টিন্সের ক্ষেত্রেও। সৌভিককে কড়া ট্যাকল করেন। তিনিও একটি হলুদ কার্ড দেখেছিলেন। দ্রুত ক্ষমা চেয়ে নেন। রেফারি দ্বিতীয় কার্ড দেখাননি। দ্রুতই তাঁকে তুলে জেসন কামিন্সকে নামান ক্লিফোর্ড মিরান্ডা।
দুর্দান্ত বল এসেছিল। হুগো বোমাস হেড লক্ষ্যে রাখতে পারলেন না। মাঝমাঠে তাঁকে কার্যত বন্দী করে রেখেছেন সৌভিক। এই প্রথম ছাড়া পেয়েছিল। পেনাল্টি পেল মোহনবাগান। কিয়ান নাসিরির শট হিজাজির হাতে লাগে। প্রথমার্ধের অ্যাডেড টাইমে পেত্রাতোসের পেনাল্টি পুনরায় নিতে হল। পেত্রাতোসই শট নিচ্ছেন। পোস্টে লেগে ফিরল বল। কর্নার দিয়ে শট নিতে চেয়েছিলেন, উল্টে পোস্টেই লাগল।
সাউল ক্রেসপোকে ফাউল করায় হলুদ কার্ড দেখলেন মোহনবাগানের তরুণ ডিফেন্ডার রাজ বাসফোর। জুনিয়র দল থেকে উঠে এসেছেন রাজ।
ইস্টবেঙ্গলের দুর্দান্ত মুভ। শেষ অবধি ক্লেটন সিলভা শট করেন। তবে তিনি যে জায়গায় ছিলেন সেখান থেকেই সরাসরি জালে বল ঢোকানো কঠিন। শট নিলেন ক্লেটন। স্কোরলাইন ১-১।
হুগো বোমাসকে কড়া ট্যাকল সাউল ক্রেসপোর। ইস্টবেঙ্গলের সাউল ক্রেসপোকে হলুদ কার্ড দেখালেন রেফারি।
মাঝমাঠে বল দখলের লড়াই। সৌভিক চক্রবর্তী ও গ্ল্যান মার্টিন্সের সংঘর্ষ। মোহনবাগানের গ্ল্যান মার্টিন্সকে হলুদ কার্ড রেফারির। ইস্টবেঙ্গলের ফ্রি-কিক। মাঝ মাঠ থেকে দুর্দান্ত সেট পিস মুভমেন্ট। নন্দকুমার সুযোগ কাজে লাগাতে পারলেন না। সিভেরিও হেডে বল নামানোর চেষ্টা করেছিলেন। তবে নন্দকুমারের সামনে মাথা দিয়ে গোল করার সুযোগ ছিল। বল অনেকটাই উঁচু থাকায় পা দিয়ে কানেক্ট করতে পারেননি নন্দকুমার।
সমতা ফেরাতে খুব বেশি সময় নিল না ইস্টবেঙ্গল। ২৪ মিনিটে ক্যাপ্টেন ক্লেটনের শটে সমতা ফেরাল লাল-হলুদ। ফের অ্যাডভান্টেজে তারা। পাল্টা চাপ তৈরির চেষ্টা মোহনবাগানের। কিয়ান নাসিরি উইং দিয়ে বিব্রত করছে লাল-হলুদ রক্ষণকে। ২৯ মিনিটে নন্দকুমারকে ফাউল। পেনাল্টির আবেদন ইস্টবেঙ্গলের। যদিও রেফারি মোহনবাগানের পক্ষেই সিদ্ধান্ত দেয়। রেফারিংয়ের অসন্তুষ্ট ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত।
গোল খেতেই পাল্টা আক্রমণ ইস্টবেঙ্গলের। দুর্দান্ত একটা সুযোগ, পোস্টে লাগে। ভাগ্য সঙ্গ দেয়নি ইস্টবেঙ্গলের। এগিয়ে মোহনবাগান। স্কোরলাইন বদলাতে না পারলে ইস্টবেঙ্গলের বিদায়।
এমনটাই বলা যায়। মোহনবাগানের আক্রমণই বেশি ছিল প্রথম ২০ মিনিটে। বেশ কিছু কর্নারও পায় তারা। যদিও স্কোর লাইনে তার প্রভাব পড়েনি। ইস্টবেঙ্গল রক্ষণ প্রবল চাপে। ধারাবাহিক চাপ তৈরিতে ধাক্কা খেল ইস্টবেঙ্গল। ম্যাচের ১৯ মিনিটে কর্নার থেকে হেক্টর ইউস্তের গোলে এগিয়ে গেল মোহনবাগান। এ বারের সুপার কাপে এই ম্যাচেই প্রথমে গোল করে এগিয়ে গেল মোহনবাগান।
প্রতিটি ডার্বিতেই নতুন তারা পায় ভারতীয় ফুটবল। এই ম্যাচে নায়ক হয়ে ওঠার সুযোগ। ২ মিনিটের মধ্যে আর্মান্দো সাদিকুর শট জালে। মোহনবাগান সমর্থকরা উচ্ছ্বাসে মাতলেও ততক্ষণে অফসাইডের ফ্ল্যাগ উঠেছে সহকারী রেফারির হাতে।
কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল কলকাতা ডার্বি পরিচালনা করবেন ভেঙ্কটেশ। তাঁর দুই সহকারী ভাইরামুথু ও সুমন্ত দত্ত।
সেমিফাইনালে যাওয়ার লড়াই। ইস্টবেঙ্গলের যে একাদশ শুরু করছে…
The boys are ready for the BIG ONE! 🔥
Let’s go! 💫#KalingaSuperCup #JoyEastBengal #EastBengalFC #KolkataDerby @batery_ai pic.twitter.com/9ian2QKl7R
— East Bengal FC (@eastbengal_fc) January 19, 2024
মরসুমের তৃতীয় কলকাতা ডার্বি। কলিঙ্গ সুপার কাপের গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ডার্বিতে মোহনবাগানের প্রথম একাদশ দেখে নিন…
Our starting XI to take on East Bengal, powered by @honda2wheelerin 💪🏻 #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #KalingaSuperCup pic.twitter.com/nHZvuap0Lc
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 19, 2024
কলিঙ্গ সুপার কাপে ডার্বি ডে। ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০টায়। প্রস্তুত মোহনবাগান টিমও।
Stepping in at Kalinga! ⚡️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #KalingaSuperCup pic.twitter.com/29mqnTYIQz
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 19, 2024
মরসুমে ডার্বির স্কোর লাইন এখনও অবধি ১-১। দু-দলই একটি করে জিতেছে। শেষ সাক্ষাৎ ডুরান্ড কাপের ফাইনালে। সেখানে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। আজ কি বদলা হবে?
𝐁𝐀𝐓𝐓𝐋𝐄 𝐑𝐎𝐘𝐀𝐋𝐄 at the Kalinga! ⚔️🏟#KalingaSuperCup #KolkataDerby #JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/gJ1Eczqr7a
— East Bengal FC (@eastbengal_fc) January 19, 2024
কলিঙ্গ সুপার কাপে গ্রুপ এ-র শেষ ম্যাচে কলকাতা ডার্বি। কী পরিস্থিতি দু-দলের! বিস্তারিত পড়ুন ম্যাচ প্রিভিউ: কলিঙ্গ সুপার কাপে আজ কলকাতা ডার্বি; এক ম্যাচ, লাখো স্বপ্ন
কলিঙ্গ সুপার কাপে গ্রুপ এ-র শেষ ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। যে দল জিতবে তারাই সেমিফাইনালে। ডার্বি ড্র হলে সেমিফাইনালে যাবে ইস্টবেঙ্গল। দু-দলের সমর্থকরাই জয়ের হাসির প্রত্যাশায়। ডার্বির লাইভ আপডেট এই লিঙ্কে।