
কলকাতা: নানা ঝড়ঝাপ্টা সামলে অবশেষে ডার্বি হল। হাসি ফুটল ‘অ্যাওয়ে’ টিমের সমর্থকদের। ইন্ডিয়ান সুপার লিগে এ মরসুমের প্রথম ডার্বি ড্র হয়েছিল। মরসুমে দুটি ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচের আগে লাল-হলুদ শিবির যে অনেকটাই ব্যাকফুটে ছিল, বলাই যায়। ফিরতি বড় ম্যাচে ৩-১ ব্যবধানে জয় মোহনবাগানের। পাশাপাশি পয়েন্ট টেবলে শীর্ষেও উঠে এল তারা। শুরুতেই পেনাল্টি থেকে এগনোর সুযোগ ছিল ইস্টবেঙ্গলের। তবে লাল-হলুদ অধিনায়ক ক্লেটনের কিক বাঁচিয়ে দেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। মানসিক ভাবে কিছুটা হলেও ভেঙে পড়ে লাল-হলুদ শিবির। প্রথমার্ধেই ৩-০ এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের একমাত্র গোলটি সাউল ক্রেসপোর। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
শুরুতে ক্লেটনের পেনাল্টি সেভ করেন বিশাল কাইথ। প্রথমার্ধেই ৩-০ এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে সাউল ক্রেসপোর গোলে ব্যবধান কমে। একঝাঁক সুযোগ তৈরি করলেও ইস্টবেঙ্গল হার এড়াতে পারেনি। বিস্তারিত পড়ুন: ইস্টবেঙ্গলের হোম ম্যাচে মোহনবাগানের দাপুটে জয়
পেনাল্টি দিলেনই না উল্টে বিষ্ণুকে ডাইভ মারার জন্য় কার্ড দেখালেন রেফারি! ইন্ডিয়ান সুপার লিগে রেফারিং নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। প্রশ্ন তোলার মতোই রেফারিং।
ইস্টবেঙ্গল আক্রমণ বাড়িয়েছে। মোহনবাগান কোচ নতুন প্লেয়ার নামিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ রাখার চেষ্টায়। কামিন্স, লিস্টনের জায়গায় আশিস রাই ও অনিরুদ্ধ থাপাকে নামালেন হাবাস।
ম্যাচের ৬৩ মিনিটে আরও একটা গোলের সুযোগ ইস্টবেঙ্গলের। নন্দকুমারের ক্রসে পাওয়ারফুল হেড ক্লেটন সিলভার। দুর্দান্ত সেভ মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথের।
দিমি পেত্রাতোসের সঙ্গে সংঘর্ষ সায়ন ব্যানার্জির। তাঁকে হলুদ কার্ড। এরপরই ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতকেও হলুদ কার্ড রেফারির।
ম্যাচের ৫৩ মিনিটে কিছুটা হাসি ফুটল ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম গোল সাউল ক্রেসপোর। ক্লেটনের ক্রস, বুকে নামিয়ে ভলিতে গোল ক্রেসপোর। ৩-১ এগিয়ে মোহনবাগান।
বিরতিতে ইস্টবেঙ্গলের জোড়া পরিবর্তন। অজয় ছেত্রী, চুংনুনঙ্গার পরিবর্তে সায়ন ব্যানার্জি ও বিষ্ণু। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুর্দান্ত সেভ প্রভসুখন গিলের। ইস্টবেঙ্গলের অস্বস্তি বাড়তে দেননি গোলকিপার।
ইস্টবেঙ্গলের হোম ম্যাচে ২-০ এগিয়ে মোহনবাগান। প্রথমার্ধে ৩ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হল। পেনাল্টি পেল মোহনবাগান। সাহালকে ফাউল করায় পেনাল্টি। কিক নিচ্ছেন পেত্রাতোস। জোরালো কিক, প্রভসুখন গিলের হাতে লেগে গোলে। ৩-০ এগিয়ে মোহনবাগান।
৩৬ মিনিট: পেত্রাতোসের বাঁ পায়ের শট, পোস্টে লেগে ফেরে। পেত্রাতোসের ডান পায়ের শট বক্সে থাকা লিস্টন সঠিক সময়ে সঠিক জায়গায়। লিস্টনের গোলে ২-০ এগিয়ে মোহনবাগান।
২৭ মিনিট: সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিতি। এটাই পার্থক্য গড়ে দিল। দিমিত্রি পেত্রাতোসের গ্রাউন্ডার। প্রাথমিক ভাবে সামলে দেন প্রভসুখন গিল। যদিও সামনেই ছিলেন বিশ্বকাপার জেসন কামিংস। ফিরতি বলে গোল কামিংসের। আইএসএলে ৮টি গোল হয়ে গেল কামিংসের।
নিজেদের মধ্যে পাস খেলে বল দখলে রাখার চেষ্টা ইস্টবেঙ্গলের। পাল্টা বল দখলের লড়াই মোহনবাগানের। পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্টের পর মানসিক ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে।
ডার্বি মানেই চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা। প্রথম ১০ মিনিট দু-দলই মরিয়া চেষ্টা করেছে। ১২ মিনিটে গোলের দিকে এগোচ্ছিলেন বিশাল কাইথ। হাই স্টাড। বল ছাড়া ক্লেটনকে আটকান কাইথ। পেনাল্টি কিক নেন ক্লেটন। কিন্তু পেনাল্টি সুযোগ কাজে লাগাতে পারলেন না ইস্টবেঙ্গল অধিনায়ক। অনুমান করে বাঁ দিকে ঝাঁপিয়েছিলেন বিশাল কাইথ। দুর্দান্ত সেভ বিশালের।
ডার্বিতে কোনও দিন হারেননি আন্তোনিও লোপেজ হাবাস। এ বার মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর থেকেই অপরাজিত মোহনবাগান। সেই ধারা বজায় রাখাই লক্ষ্য।
দিমিত্রি পেত্রাতোসের ফ্রি-কিকে হেড। বল পোস্টে লাগে। শুরুতেই গোল হজম থেকে বাঁচল ইস্টবেঙ্গল।
গত ম্যাচ থেকে মোহনবাগানের প্রথম একাদশে একটিই পরিবর্তন। দীপক টাংরির জায়গায় সাহাল আব্দুল সামাদ। ইস্টবেঙ্গলে বিষ্ণু ও ভিক্টর ভাসকেজের জায়গায় অজয় ছেত্রী, সাউল ক্রেসপো।
বড় ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের যে একাদশ শুরু থেকে খেলবে। দেখে নিন:
Your Mariners to take on East Bengal, team news powered by @honda2wheelerin 🤜
Watch ISL 2023-24 LIVE on Sports 18, VH1 & JioCinema!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/3XtoQ0YAYe
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 10, 2024
বড় ম্যাচে ইস্টবেঙ্গলের যে একাদশ শুরু থেকে খেলবে। দেখে নিন:
Battle ready for the Boro Match! ⚔️#KolkataDerby #JoyEastBengal #EastBengalFC #EBFCMBSG #ISL10 @batery_ai pic.twitter.com/f6OoES1ZyR
— East Bengal FC (@eastbengal_fc) March 10, 2024
প্লে-অফের রাস্তা জটিল ইস্টবেঙ্গলের। আপাতত সব ম্যাচই নকআউট। সবার আগে বড় ম্যাচ জিততে হবে। ম্যাচের আগে কী বলেছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত? বিস্তারিত পড়ুন: ‘এই ম্যাচ হারলেও…’, ডার্বির আগে বড় মন্তব্য ইস্টবেঙ্গল কোচের
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীও ডার্বি নিয়ে উত্তেজনায় ফুটছেন। কোন দলের সমর্থক ঝুলন? বিস্তারিত পড়ুন: কলকাতা ডার্বিতে কাকে সমর্থন করবেন কিংবদন্তি ঝুলন গোস্বামী?
বড় ম্যাচে এ মরসুমে হার-জিতের স্কোর লাইনে ২-১ এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। আরও একটা ডার্বিতে নামার আগে কী বলছেন মোহনবাগান কোচ হাবাস? বিস্তারিত পড়ুন: এক ঢিলে তিন পাখি… কেন ডার্বি ‘বুলসআই’ শিকারি হাবাসের?
ইন্ডিয়ান সুপার লিগে ফিরতি ডার্বি। রাত সাড়ে আটটায় শুরু ম্যাচ। তার আগে পড়ে নিন ম্যাচ প্রিভিউ। বিস্তারিত: প্লে-অফ নিশ্চিত, ইস্টবেঙ্গলের হোম ম্যাচে ঝড় তুলবে মোহনবাগান!