AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL, Mohun Bagan: এক ঢিলে তিন পাখি… কেন ডার্বি ‘বুলসআই’ শিকারি হাবাসের?

East Bengal vs Mohun Bagan Super Giant: এক ঢিলে তিন পাখি মারতে চান হাবাস। এক, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড তাঁর ভালোই। এই পর্বে লাল-হলুদ জয় এখনও হয়নি তাঁর। তা সারতে চান। দুই, তিনটে পয়েন্ট টিমের মনোবল তুঙ্গে নিয়ে যেতে পারে। আইএসএলের শেষ দিকে সেটা যে টনিকের মতো কাজ করবে, তা ভালোই জানেন। আর তিন, যদি ৩টে পয়েন্ট তুলতে পারেন, পয়েন্ট টেবলের মগডালে চলে যেতে পারবে সবুজ মেরুন। সেই সুযোগ কি হাতছাড়া করা যায়!

ISL, Mohun Bagan: এক ঢিলে তিন পাখি... কেন ডার্বি 'বুলসআই' শিকারি হাবাসের?
Image Credit: X
| Edited By: | Updated on: Mar 09, 2024 | 5:26 PM
Share

কলকাতা: লক্ষ্য স্পষ্ট। রবি-রাতে কেন যুবভারতী দখলে নিতে চান, তা জানাতেও কুন্ঠা নেই। বরাবরই তিনি এমন। খোলামেলা পরিবেশ রাখতে জানেন। সামলাতে জানেন তারকাদের। দিব্বি খেলে দিতে পারেন চাপের ম্যাচ। রবিবার বাঙালির বড় ম্যাচে পা রাখার আগে আন্তোনিও হাবাস তাই জানিয়ে দিলেন, কেন ইস্টবেঙ্গল তাঁর ‘বুলসআই’। একে টিকিট ইস্যুতে মাঠের বাইরের তর্জায় গরমাগরম হয়ে উঠেছে ডার্বি। তার উপর কার্লেস কুয়াদ্রাতের টিমের বিরুদ্ধে এখনও স্কোরলাইন ১-২। যদিও মরসুমের শুরুতে তিনি ছিলেন না। না থাকুন, সুপার কাপে হারের বদলা নেবেন না স্প্যানিশ কোচ, তাই হয় নাকি! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এক ঢিলে তিন পাখি মারতে চান হাবাস। এক, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড তাঁর ভালোই। এই পর্বে লাল-হলুদ জয় এখনও হয়নি তাঁর। তা সারতে চান। দুই, তিনটে পয়েন্ট টিমের মনোবল তুঙ্গে নিয়ে যেতে পারে। আইএসএলের শেষ দিকে সেটা যে টনিকের মতো কাজ করবে, তা ভালোই জানেন। আর তিন, যদি ৩টে পয়েন্ট তুলতে পারেন, পয়েন্ট টেবলের মগডালে চলে যেতে পারবে সবুজ মেরুন। সেই সুযোগ কি হাতছাড়া করা যায়। শিকারির মতো হাবাস বলেও গেলেন, ‘আমার এবং টিমের আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই। তিনটে পয়েন্টেই ফোকাস আমাদের। আর সেটা পেলে আমরা কিন্তু পয়েন্ট টেবলের প্রথম জায়গাটা দখল করতে পারব।’

ইস্টবেঙ্গল আর তাঁর টিমের লক্ষ্য আলাদা। ফলে আগ্রাসী মনোভাব নিয়েই যে বড় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান, তাও পরিষ্কার করে দিয়েছেন বাগান কোচ। হাবাসের কথায়, ‘দুটো টিমের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা। ওরা সেরা ছয়ের মধ্যে শেষ করতে চায়। আর আমরা অন্য লক্ষ্যের পিছনে ছুটছি। তবে এটাও মাথায় রাখব, ডার্বি সব সময় আলাদা একটা ম্যাচ। কুড়ি দিন বাদে হলেও একই কথা বলতাম। ইস্টবেঙ্গল যতই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাক, সমর্থকদের বলতে চাই, এটা আলাদা ম্যাচ। তবে আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে।’

লাল-হলুদ কোচ কী ভাবে টিম সাজাবেন, তা ভালোই জানেন হাবাস। আইএসএলের প্রথম ডার্বি ২-২ ছিল। দুটো টিমই জিততে পারত। এ বার আর সুযোগ হাতছাড়া করতে চান না মোহনবাগানের স্প্যানিশ কোচ। তাঁর কথায়, ‘টিমে দায়বদ্ধতা যথেষ্ট রয়েছে। লক্ষ্য পূরণের চেষ্টা সবাই করছে। প্রতিটা ম্যাচ জেতার মতো মানসিকতা রয়েছে। টিমের শৃঙ্খলাই আসল।’