কুয়াদ্রাতের পছন্দের স্প্যানিশ স্ট্রাইকারকে নিতে মরিয়া ইস্টবেঙ্গল

East Bengal: দেশিয় ফুটবলারদের মধ্যে হিতেশ শর্মা আর নিখিল পুজারিকে নিতে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। একই সঙ্গে বিদেশি রিপ্লেসমেন্টের কাজও করতে চায় লাল-হলুদ। সিভেরিও একেবারে ক্লিক করেনি। তাঁর বদলির খোঁজও করছে ইস্টবেঙ্গল। কোচ কুয়াদ্রাত বিদেশিদের শর্টলিস্টও করে ফেলেছেন। তবে মরসুমের মাঝপথে কত ভালো বিদেশি পাওয়া যাবে তা নিয়ে একটা সংশয় তো আছেই। সিভেরিও আর পার্দোর বদলির কথা বিনিয়োগকারী সংস্থাকে জানায় ক্লাব।

কুয়াদ্রাতের পছন্দের স্প্যানিশ স্ট্রাইকারকে নিতে মরিয়া ইস্টবেঙ্গল
কুয়াদ্রাতের পছন্দের স্প্যানিশ স্ট্রাইকারকে নিতে মরিয়া ইস্টবেঙ্গল

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 30, 2023 | 12:55 PM

কলকাতা: জানুয়ারির ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগাতে তৈরি ইস্টবেঙ্গল। বিনিয়োগকারী সংস্থার সঙ্গে এর আগে বৈঠকও করেছে ক্লাব। দেশিয় ফুটবলারদের মধ্যে হিতেশ শর্মা আর নিখিল পুজারিকে নিতে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। একই সঙ্গে বিদেশি রিপ্লেসমেন্টের কাজও করতে চায় লাল-হলুদ। সিভেরিও একেবারে ক্লিক করেনি। তাঁর বদলির খোঁজও করছে ইস্টবেঙ্গল। কোচ কুয়াদ্রাত বিদেশিদের শর্টলিস্টও করে ফেলেছেন। তবে মরসুমের মাঝপথে কত ভালো বিদেশি পাওয়া যাবে তা নিয়ে একটা সংশয় তো আছেই। সিভেরিও আর পার্দোর বদলির কথা বিনিয়োগকারী সংস্থাকে জানায় ক্লাব। এই দুই ফুটবলার একেবারে ফ্লপ। তবে সিভেরিওর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করতে চাইলেও পার্দোকে এখনই ছাড়তে চাইছে না ইনভেস্টর। কারণ বাধা বাজেট। মরসুমের মাঝপথে চোটের কবলে থাকা জর্ডন এলসের পরিবর্তে হিজাজি মাহেরকে সই করায় ইস্টবেঙ্গল।

আইএসএলের শেষ তিনটে ম্যাচ ড্র করেছে লাল-হলুদ। কুয়াদ্রাতের দলে গোল করার লোকের অভাব। আপফ্রন্টে একা ক্লেটন সিলভা। মহেশ, নন্দ কুমাররা খেলায় গতি আনলেও পজিটিভ স্ট্রাইকারের অভাব দেখা যাচ্ছে। সিভেরিওর বদলি হিসেবে এক স্প্যানিশ স্ট্রাইকারকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল। কথাবার্তাও এগিয়েছে অনেকটা। শোনা যাচ্ছে, কুয়াদ্রাতের পছন্দের সেই স্প্যানিশ স্ট্রাইকার নাকি স্পেনের জাতীয় দলের স্কোয়াডেও ডাক পেয়েছিলেন। চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাই নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। আশা করা হচ্ছে, এই স্প্যানিশ স্ট্রাইকার গোলের খরা কাটাতে পারেন। সুপার কাপের আগে দ্রুত সেই ফুটবলারের সঙ্গে ডিল ফাইনাল করতে মরিয়া ইস্টবেঙ্গল।

এছাড়াও আরও বেশ কয়েকজন বিদেশি স্ট্রাইকার আছেন কোচের তালিকায়। এক ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কথাও শোনা যাচ্ছে। এখন দেখার জানুয়ারির ট্রান্সফার উইন্ডোকে কিভাবে কাজে লাগায় ইস্টবেঙ্গল।