East Bengal: ইস্টবেঙ্গলের ভারত গৌরব রতন টাটা

East Bengal-Ratan Tata: প্রতিবছরই ইস্টবেঙ্গল দিবসে বিশেষ ব্যক্তিত্ব এই সম্মান দেওয়া হয়। এ বার বেশ কয়েকজনের নাম নিয়ে জল্পনা চলছিল।

East Bengal: ইস্টবেঙ্গলের ভারত গৌরব রতন টাটা
ইস্টবেঙ্গলের ভারত গৌরব রতন টাটাImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 6:41 PM

কলকাতা: ইস্টবেঙ্গল দিবসে (East Bengal Day) এ বার ভারত গৌরব সম্মান দেওয়া হবে রতন টাটাকে (Ratan Tata)। প্রতিবছরই ইস্টবেঙ্গল দিবসে বিশেষ ব্যক্তিত্ব এই সম্মান দেওয়া হয়। এ বার বেশ কয়েকজনের নাম নিয়ে জল্পনা চলছিল। ইস্টবেঙ্গলের (East Bengal) তরফে সিদ্ধান্ত হয়েছে রতন টাটাকে ভারত গৌরব সম্মান দেওয়া হবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতীয় ফুটবলে রতন টাটার ভূমিকা ব্যপক। ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবল অ্যাকাডেমি, টাটা ফুটবল অ্যাকাডেমি। দেশের বহু কৃতি ফুটবলার উঠে এসেছেন এই অ্যাকাডেমি থেকে। বাংলার প্রচুর তরুণও এই অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। তাঁরা কলকাতা ময়দানের পাশাপাশি ভারতীয় ফুটবলে দাপিয়ে খেলেছেন। ১ অগস্ট ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠানে বিশেষ সম্মান তুলে দেওয়া হবে রতন টাটাকে।

ক্লাবের তরফে আগেই জানানো হয়েছিল, এ বার লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান দেওয়া হবে প্রাক্তন গোলকিপার তরুণ বসু এবং অরূপ ভট্টাচার্যকে। এ বার ভারত গৌরবের বিষয়টি এ দিনই জানানো হল। ১ অগস্টের অনুষ্ঠানে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। কিছুদিন আগেই ইস্টবেঙ্গল কর্তারা সিএবি-তে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাঁকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

ইস্টবেঙ্গলের তরফে আরও জানানো হয়েছে, আগামী বছরের পরিকল্পনাও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পরের বছর নীতা আম্বানিকে এই সম্মান দেওয়া হতে পারে। এর জন্য অনেক আগে থেকেই উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে ক্লাবের তরফে।

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘ ভারত গৌরব হিসেবে আমরা তাঁকেই বেছে নিয়েছি। তিনি যে ভাবে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অবদান রেখেছেন, আমি তাঁকে সম্রাট হিসেবেই দেখি। টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে আমাদের ক্লাবেও প্রচুর ফুটবলার খেলেছে এবং ভারতবর্ষের অন্যান্য ক্লাব ও জাতীয় দলেও। ক্লাবের তরফ থেকে সর্বসম্মোত ভাবে সিদ্ধান্ত হয়েছে রতন টাটাকে ভারত গৌরব দেওয়া হবে। তিনি সেটা গ্রহণও করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ।’

তবে সম্মান নিতে রতন টাটা নিজে আসতে পারবেন কিনা নিশ্চিত নয়। ইস্টবেঙ্গল শীর্ষকর্তার কথায়, ‘তিনি আসতে পারবেন কিনা, সেটা আমাদের জানাবেন। তিনি জানালেই সংবাদমাধ্যমে বিষয়টা জানাবো।’