Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal: দাদাগিরির মঞ্চে সৌরভের সঙ্গে ফুটবল খেললেন লাল-হলুদের তৃষা

Watch Video: এখন ইস্টবেঙ্গল মহিলা টিমের ক্যাপ্টেন তৃষা মল্লিক। বেশ সাড়া জাগানো পারফরম্যান্স তাঁর আলাদা পরিচিতি তৈরি করেছে। সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরির মঞ্চে গিয়েছিলেন তৃষা। সেখানে ভারতের প্রাক্তন অধিনায়ক, প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে ফুটবল খেলেন লাল-হলুদের স্টার তৃষা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

East Bengal: দাদাগিরির মঞ্চে সৌরভের সঙ্গে ফুটবল খেললেন লাল-হলুদের তৃষা
East Bengal: দাদাগিরির মঞ্চে সৌরভের সঙ্গে ফুটবল খেললেন লাল-হলুদের তৃষা
Follow Us:
| Updated on: Jan 31, 2024 | 6:15 PM

কলকাতা: কঠোর পরিশ্রম একদিন না একদিন সাফল্য দেয়। ইস্টবেঙ্গলের (East Bengal) মহিলা ফুটবল টিমের ক্যাপ্টেন তৃষা মল্লিকের (Trisha Mallick) উত্থানের গল্প জানেন? ছেলেবেলায় পাড়ার অলিতে-গলিতে ফুটবল খেলতেন। দত্তপুকুরে থাকেন তৃষা মল্লিক। তাঁর বাবার লটারি বিক্রির টাকায় সংসার চলত। একসময় তৃষার বাবা স্বপ্ন দেখেছিলেন ফুটবলার হওয়ার। কিন্তু তিনি তা পারেননি। মেয়ে তৃষা ঠিক করেছিলেন, বাবার স্বপ্ন পূরণ করবেন তিনি। কঠিন পরিশ্রম করে তৃষা তার ফল পেয়েছেন। তিনি এখন ইস্টবেঙ্গল মহিলা টিমের ক্যাপ্টেন। বেশ সাড়া জাগানো পারফরম্যান্স তাঁর আলাদা পরিচিতি তৈরি করেছে। সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরির মঞ্চে গিয়েছিলেন তৃষা। সেখানে ভারতের প্রাক্তন অধিনায়ক, প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে ফুটবল খেলেন লাল-হলুদের স্টার তৃষা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

দাদাগিরির মঞ্চে সৌরভ লাল-হলুদের ক্যাপ্টেন তৃষাকে জিজ্ঞাসা করেন, ‘কোথায় থাকিস?’ বয়সে সৌরভের থেকে তৃষা অনেকটাই ছোট। একগাল হাসি মুখে বলেন, ‘আমি দত্তপুকুরে থাকি। আমি ছেলেবেলা থেকেই খেলাধূলা করতাম। ভাবিনি কখনও ফুটবলকে কেরিয়ার বানাব। পাড়ার ছেলেদের সঙ্গে টুকটাক ফুটবল খেলতাম। বাবা তখন বলেছিল, তোর জায়গায় আমার ছেলে হলে সে আমার স্বপ্নপূরণ করত। প্লেয়ার হত। আমার বাবা খেলাধূলা করতেন। বেশিদিন খেলতে পারেননি। তারপর আমার বাবা অসুস্থ হওয়ার সময় মনে একটা জেদ চাপে আমার। যে বাবাকে ফুটবল খেলে দেখাতে হবে। বাবার ছেলে হয়ে দেখাব। বাবার ইচ্ছে ছিল ইস্টবেঙ্গলের হয়ে খেলার। বাবা পারেননি। আমি মেয়ে হয়ে বাবার সেই স্বপ্নপূরণ করেছি।’

কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ফুটবলেও বেশ পটু। সে কথা কারও অজানা নয়। দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে তৃষা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভকে বলেন, ‘আমার তোমার কাছে একটা অনুরোধ আছে। আমি শুনেছি তুমি ভালো ফুটবলও খেলতে। তাই আমি তোমার সঙ্গে ফুটবল খেলতে চাই।’ সৌরভ ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন তৃষার কথা শুনে হাসতে হাসতে বলেন, ‘হ্যাঁ আমি খুব ভালো ফুটবল খেলতে পারি।’ এরপর তৃষার সঙ্গে সৌরভ কিছুক্ষণ ফুটবল খেলেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

দিন দিন লাল-হলুদের তারকা তৃষা মল্লিকের ফ্যান ফলোয়ার্স বেড়ে চলেছে। সোশ্যাল মিডিয়াতেও তৃষা বেশ সক্রিয়। ইন্সটাগ্রাম, ফেসবুকের পাশাপাশি তাঁর ইউটিউব চ্যানেলও রয়েছে।