Football: দর্শকের মোবাইল দেখে সিদ্ধান্ত নিয়ে নির্বাসিত হলেন রেফারি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 23, 2023 | 8:00 AM

VAR: এক দর্শকের মোবাইলে রিপ্লে দেখে সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি। এ বার এই কাণ্ডের জন্য শাস্তি পেলেন তিনি।

Football: দর্শকের মোবাইল দেখে সিদ্ধান্ত নিয়ে নির্বাসিত হলেন রেফারি
মোবাইলে রিপ্লে দেখে সিদ্ধান্ত! (প্রতীকী ছবি)
Image Credit source: OWN Photograph

Follow Us

কায়রো: ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) না থাকার ফলে দিন কয়েক আগে এক ম্যাচে দর্শকের মোবাইল ফোনে রিপ্লে দেখে ফুটবল মাঠে গোলের সিদ্ধান্ত দিয়েছিলেন ইজিপ্টের এক রেফারি। এ বার তাঁর এই অদ্ভূত কাণ্ড কারখানার জন্য শাস্তি দিল ইজিপ্টের ফুটবল অ্যাসোসিয়েশন। ঘটনাটি ঘটেছিল ইজিপ্টের দ্বিতীয় ডিভিশনের একটি ফুটবল ম্যাচে। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল আল নাসের (Al Nassr) এবং সুয়েজ (Suez)। ওই ম্যাচেই একটি গোলের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য মোবাইল ফোনে ভিডিয়ো দেখেন রেফারি মহম্মদ ফারুক (Mohamed Farouk)। নিয়মভঙ্গের কারণে এ বার শাস্তি পেলেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

আল নাসের বনাম সুয়েজ দ্বিতীয় ডিভিশনের ম্যাচ হওয়ার ফলে এই ম্যাচে ভিএআরের সুবিধা ছিল না। একটা সময় ম্যাচে এগিয়ে ছিল সুয়েজ। যদিও ম্যাচের শেষের দিকে একটি গোল করে সমতা ফেরায় আল নাসের। কিন্তু সুয়েজের পক্ষে সেটি হ্যান্ডবল বলে দাবি করা হয়। এর পর এই বিষয়টিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য রিপ্লে দেখার প্রয়োজন হয় রেফারি ফারুকের। ভিএআর না থাকার ফলে তিনি বাধ্য হয়ে গ্যালারিতে থাকা এক দর্শকের ফোনে তোলা ভিডিয়ো দেখেন তিনি। এরপর তিনি সেই গোল নাকচ করে দেন। সঙ্গে সঙ্গে শোরগোল শুরু হয়ে যায় স্টেডিয়ামে। নির্ধারিত সময়ের খেলার পর রেফারি আরও ১৫ মিনিট অ্যাডেড টাইম দেন। শেষ অবধি ৩-১ ব্যবধানে ম্যাচ জেতে সুয়েজ।

দর্শকের ফোনে তোলা ভিডিয়ো দেখে রেফারি গোল বাতিল করতেই ক্ষোভে ফেটে পড়েন আল নাসেরের ফুটবলাররা। শুধু তাই নয়, রেফারি ফারুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। যে কারণে, পুলিশি নিরাপত্তা দিয়ে ফারুককে মাঠ থেকে বের করা হয়েছিল।

ওই ম্যাচে যারা রেফারি, সহকারী রেফারি ছিলেন তাঁদের অনির্দিষ্ট কালের জন্য নির্বাসিত করেছে ইজিপ্টের ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের পক্ষ থেকে আরও জানানো হয়, মোবাইল ফোনে ভিডিয়ো দেখে রিভিউ নেওয়ার ওই ঘটনার পর মহম্মদ ফারুককে নিয়ে তদন্ত করার কথা ঠিক করেছিল কমিটি। সেই তদন্তের পরই ফারুক ও তাঁর সহকারী রেফারিদের অনির্দিষ্ট কালের জন্য নির্বাসিত করেছে ইজিপ্টের ফুটবল অ্যাসোসিয়েশন।

Next Article