Mohun Bagan: বাজল ভোটের দামামা, শীতের মরসুমে উত্তাপ শুরু গঙ্গাপারের ক্লাবে
মোহনবাগানে ৫ সদস্যের নির্বাচনী বোর্ডও গঠন করা হল। অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন নির্বাতনী বোর্ডে আছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক, প্রাক্তন ফুটবলার শ্যামল বন্দ্যোপাধ্যায়, সৌরেন্দ্র কুমার দত্ত আর উমাপতি কুমারের নাতনি সোমা দাস। নির্বাচনী প্রক্রিয়ার আগে পর্যন্ত সচিব পদের সমস্ত দায়িত্ব সামলাবেন সহ সচিব সত্যজিত্ চট্টোপাধ্যায়।

কলকাতা: মোহনবাগানে (Mohun Bagan) ভোটের দামামা বেজে গেল। গত পরশু সচিব পদ থেকে ইস্তফা দিয়েছেন সৃঞ্জয় বসু (Srinjoy Bose)। আজ কার্যকরী কমিটির বৈঠকে সৃঞ্জয় বসুর ইস্তফাপত্র গ্রহণ করল বাগানের কার্যকরী কমিটির সদস্যরা। আপাতত দায়িত্ব সামলাবেন সহ সচিব সত্যজিত্ চট্টোপাধ্যায় (Satyajit Chatterjee)।
মোহনবাগানে ৫ সদস্যের নির্বাচনী বোর্ডও গঠন করা হল। অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন নির্বাতনী বোর্ডে আছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক, প্রাক্তন ফুটবলার শ্যামল বন্দ্যোপাধ্যায়, সৌরেন্দ্র কুমার দত্ত আর উমাপতি কুমারের নাতনি সোমা দাস। নির্বাচনী প্রক্রিয়ার আগে পর্যন্ত সচিব পদের সমস্ত দায়িত্ব সামলাবেন সহ সচিব সত্যজিত্ চট্টোপাধ্যায়। এ দিকে মোহনবাগানের ভাইস প্রেসিডেন্ট পদে এলেন সৌমিক বসু। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াত হওয়ায় সেই পদেই এলেন টুটু বসুর ছোট ছেলে সৌমিক বসু (টুবলাই)।
মোহনবাগানের সচিব পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর পদ থেকেও ইস্তফা দেন সৃঞ্জয় বসু। সেই জায়গায় অন্যতম ডিরেক্টরও হলেন সৌমিক বসু। ভোটের দামামা বেজে গিয়েছে মোহনবাগানে। হাওড়া, উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। শীতের মরসুমে উত্তাপ শুরু গঙ্গাপারের ক্লাব তাঁবুতে।
আরও পড়ুন: India vs Venezuela: শুরুতে এগিয়ে গিয়েও ভেনেজুয়েলার কাছে হার ইন্দুমতীদের





