Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Venezuela: শুরুতে এগিয়ে গিয়েও ভেনেজুয়েলার কাছে হার ইন্দুমতীদের

৫০ মিনিটে মারিয়ানার গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা। ৮১ মিনিটে বারবারা অলিভিয়েরি গোল করতেই যাবতীয় আশা শেষ হয়ে যায় ভারতীয় শিবিরে। এরপর আর খেলায় ফিরতে পারেননি ইন্দুমতী, মণিশারা। চারদলীয় টুর্নামেন্টে প্রথম ম্যাচেই ব্রাজিলের কাছে ১-৬ গোলে হারে ভারতের মেয়েরা। এরপর চিলির কাছে ১-৩ গোলে পরাস্ত হয়।

India vs Venezuela: শুরুতে এগিয়ে গিয়েও ভেনেজুয়েলার কাছে হার ইন্দুমতীদের
ভারতীয় মহিলা ফুটবল দল। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2021 | 4:09 PM

মানাউস: ব্রাজিলে চার দলীয় টুর্নামেন্টে একটাতেও জিততে পারল না ভারতীয় মহিলা দল (Indian Women’s Football Team)। তিনতে ম্যাচে হেরেই দেশ ফিরতে হচ্ছে অদিতি চৌহানদের। ভেনেজুয়েলার (Venezuela) কাছে ২-১ গোলে হারল ভারতের মেয়েরা।

ব্রাজিলের (Brazil) অ্যারেনা দ্য অ্যামাজোনিয়াতে শুরুতে অবশ্য এগিয়ে যায় ভারতই। ১৮ মিনিটে ড্যাংমেই গ্রেসের গোল করে শুরুতে এগিয়ে দেন দলকে। খেলার ১৮ মিনিটে ঋতু রানীর ফ্রিকিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ড্যাংমেই গ্রেস (Dangmei Grace)। প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ভারতীয় মহিলা ফুটবল দল। তবে দ্বিতীয়ার্ধে দুরন্ত ভাবে ফিরে আসে ভেনেজুয়েলার মেয়েরা।

৫০ মিনিটে মারিয়ানার গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা। ৮১ মিনিটে বারবারা অলিভিয়েরি গোল করতেই যাবতীয় আশা শেষ হয়ে যায় ভারতীয় শিবিরে। এরপর আর খেলায় ফিরতে পারেননি ইন্দুমতী, মণিশারা। চারদলীয় টুর্নামেন্টে প্রথম ম্যাচেই ব্রাজিলের কাছে ১-৬ গোলে হারে ভারতের মেয়েরা। এরপর চিলির কাছে ১-৩ গোলে পরাস্ত হয়। শেষ ম্যাচে ভেনেজুয়েলার কাছেও হারল। তবে হারলেও দক্ষিণ আমেরিকা থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেই দেশে ফিরছে ভারতীয় মহিলা ফুটবল দল।

এএফসি (AFC) এশিয়ান কাপের (Asian Cup) প্রস্তুতিতেই ব্রাজিলে খেলতে গিয়েছিলেন ঋতু রানীরা। ২০ জানুয়ারি থেকে শুরু এশিয়ান কাপ। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন: India vs New Zealand: মুম্বই টেস্টের আগে শ্রেয়সের প্রশংসায় সাউদি