Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs New Zealand: মুম্বই টেস্টের আগে শ্রেয়সের প্রশংসায় সাউদি

শ্রেয়স আইয়ারের প্রশংসা করে সাউদি বলেন, 'অভিষেক ম্যাচেই ও বেশ ভালো ব্যাটিং করেছে। আত্মবিশ্বাসের সঙ্গে প্রত্যেকটা বল খেলেছে ও। সত্যিই অপূর্ব। ওর বিষয়ে এখন আমরা অনেক কিছুই জেনে ফেলেছি। মুম্বই টেস্টে সেগুলোকেই কাজে লাগাব। স্লো উইকেটে সবসময় শর্ট বল ডেলিভারি করা সম্ভব নয়। আমরা আমাদের পরিকল্পনাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করব। ভারতের ব্যাটিং লাইনআপ এখন আরও শক্তিশালী হয়েছে।'

India vs New Zealand: মুম্বই টেস্টের আগে শ্রেয়সের প্রশংসায় সাউদি
শ্রেয়স আইয়ার ও টিম সাউদি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2021 | 3:38 PM

মুম্বই: মুম্বইয়ে ভারত (India)-নিউজিল্যান্ড (New Zealand) দ্বিতীয় টেস্ট শুরুর আগেই শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দরাজ সার্টিফিকেট কিউয়ি পেসারের। শ্রেয়সের প্রশংসায় টিম সাউদি (Tim Southee)। কানপুরে অভিষেক টেস্টেই প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেন শ্রেয়স। যা দেখে মজেছেন নিউজিল্যান্ডের ডান হাতি পেসার।

কালই ওয়াংখেড়েতে (Wankhede) শুরু দ্বিতীয় টেস্ট। বৃষ্টির ভ্রুকুটির মধ্যেই টেস্টের প্রস্তুতিতে দুই দল। মুম্বইয়ের ইনডোরে অনুশীলন করেন বিরাটরা (Virat Kohli)। বিশ্রাম কাটিয়ে দলের সঙ্গে ফিরছেন ভারতের অধিনায়কও। শ্রেয়স আইয়ারের প্রশংসা করে সাউদি বলেন, ‘অভিষেক ম্যাচেই ও বেশ ভালো ব্যাটিং করেছে। আত্মবিশ্বাসের সঙ্গে প্রত্যেকটা বল খেলেছে ও। সত্যিই অপূর্ব। ওর বিষয়ে এখন আমরা অনেক কিছুই জেনে ফেলেছি। মুম্বই টেস্টে সেগুলোকেই কাজে লাগাব। স্লো উইকেটে সবসময় শর্ট বল ডেলিভারি করা সম্ভব নয়। আমরা আমাদের পরিকল্পনাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করব। ভারতের ব্যাটিং লাইনআপ এখন আরও শক্তিশালী হয়েছে।’

মুম্বইয়ের আবহাওয়া ফ্যাক্টর হতে পারে দ্বিতীয় টেস্টে। কারণ গত দু’দিন ধরেই বৃষ্টি হচ্ছে বাণিজ্যনগরীতে। মুম্বইয়ের আবহাওয়া প্রসঙ্গে সাউদি বলেন, ‘উইকেট কভারের তলায় আছে। তাই ম্যাচের শুরুতে অনেকটা স্যাঁতস্যাঁতে হবে মুম্বইয়ের উইকেট। অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson) আর কোচ গ্যারি স্টিড (Gary Stead) নিশ্চয়ই এ বিষয়টা নিয়ে ভাববে। আগামিকাল চাইব, যাতে বৃষ্টি না হয়। তবে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়েই আমাদের খেলতে হবে।’

এ দিকে মুম্বইয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে কিছুটা আবেগতাড়িত নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার আজাজ প্যাটেল (Ajaz Patel)। মুম্বইয়েই ছোটবেলার অনেকটা সময় কাটিয়েছেন তিনি। তাই সেই শহরে টেস্ট খেলতে এসে অনেকটা নস্ট্যালজিক বাঁ-হাতি স্পিনার।

আরও পড়ুন: India Tour of South Africa: বোর্ডের সঙ্গে কথা চালাচ্ছেন বিরাটরা