India Tour of South Africa: বোর্ডের সঙ্গে কথা চালাচ্ছেন বিরাটরা

কোহলি এও বলেন, 'রাহুলভাই (Rahul Dravid) আমাদের সবার সঙ্গে কথা বলেছে। ও জানতে চাইছে কি করা উচিত। কারণ দিনের শেষে আমাদের ফোকাস ম্যাচের উপরেই থাকে। তবে বোর্ড ঠিক কি করতে চাইছে, তার পরিষ্কার ধারণা এসে পৌঁছানো খুব জরুরি। আমরাও বোর্ডের সঙ্গে কথা চালাচ্ছি। আমরা আত্মবিশ্বাসী আগামী দু-একদিনের মধ্যেই আমাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত এসে পৌঁছবে। আমাদের আরও বাস্তবসম্মত হতে হবে।'

India Tour of South Africa: বোর্ডের সঙ্গে কথা চালাচ্ছেন বিরাটরা
বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2021 | 7:48 PM

মুম্বই: দক্ষিণ আফ্রিকা (South Africa) সফর নিয়ে সতর্ক ভারতীয় শিবিরও। দক্ষিণ আফ্রিকা জুড়ে এখন ওমিক্রন আতঙ্ক। ১৭ ডিসেম্বর থেকে শুরু ভারত (India)-দক্ষিণ আফ্রিকা (South Africa) সিরিজ। ভারতের প্রোটিয়া সফর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারও এই অবস্থায় পরিবার নিয়ে প্রোটিয়া সফরে যেতে চাইছেন না। ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের আগে অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) জানালেন, এই বিষয়ে সারাক্ষণ বোর্ডের সঙ্গে কথা চলছে তাঁদের।

মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক বলেন, ‘এটা খুবই স্বাভাবিক। আমরা সাধারণ অবস্থায় এখন খেলছি না। অনেক রকম পরিকল্পনা থাকে, অনেক রকম প্রস্তুতি থাকে। আমাদের বুঝতে হবে ওখানে এখন ঠিক কি হচ্ছে।’ একই সঙ্গে কোহলি বলেন, ‘এমন অনেক ক্রিকেটাররা আছেন যারা এই মুহূর্তে দলের সঙ্গে নেই। কিন্তু প্রোটিয়া সফরের সময় তারা ভারতীয় দলের সঙ্গে কোয়ারান্টিনে যোগ দিয়ে চার্টার বিমানে করে সে দেশে যাবে। এই বিষয় গুলো মাথায় রাখতে হবে। আমাদের কাছে পরিষ্কার ধারণা এসে পৌঁছনো খুব প্রয়োজন। দলের সিনিয়র ক্রিকেটাররা মিলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

Koo App

কোহলি এও বলেন, ‘রাহুলভাই (Rahul Dravid) আমাদের সবার সঙ্গে কথা বলেছে। ও জানতে চাইছে কি করা উচিত। কারণ দিনের শেষে আমাদের ফোকাস ম্যাচের উপরেই থাকে। তবে বোর্ড ঠিক কি করতে চাইছে, তার পরিষ্কার ধারণা এসে পৌঁছানো খুব জরুরি। আমরাও বোর্ডের সঙ্গে কথা চালাচ্ছি। আমরা আত্মবিশ্বাসী আগামী দু-একদিনের মধ্যেই আমাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত এসে পৌঁছবে। আমাদের আরও বাস্তবসম্মত হতে হবে। যে বিষয়গুলো আমাদের মধ্যে চিন্তা বাড়াতে পারে সেগুলো দূরে সরাতে হবে। প্রত্যেকেই চেষ্টা চালাচ্ছে। হয়তো শীঘ্রই আমাদের কাছে পরিষ্কার বার্তা এসে পৌঁছবে। তবে এই মুহূর্তে দ্বিতীয় টেস্টেই আমাদের যাবতীয় ফোকাস।’

কোভিডের নতুন প্রজাতি ওমিক্রন (Omicron) ভাইরাসে সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে দক্ষিণ আফ্রিকায়। যদিও প্রোটিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে যাবতীয় সুরক্ষার আশ্বাস দেওয়া হয়েছে। এই মুহূর্তে প্রোটিয়া সফরে রয়েছে ভারতীয়-এ দল। সেখানে দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে ৪ দিনের টেস্ট ম্যাচও খেলছেন অভিমন্যুরা।

আরও পড়ুন: India Tour of South Africa: একসপ্তাহ পিছিয়ে যাচ্ছে বিরাটদের দক্ষিণ আফ্রিকা সফর