Cleiton Silva: ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 02, 2023 | 5:11 PM

East Bengal: এ বারের আইএসএলে ৯ নম্বরে থেকে শেষ করেছে ইস্টবেঙ্গল। শেষ তিন বছরই শেষবেলায় দল গড়তে গিয়ে বিপদে পড়েছিল লাল-হলুদ। যে কারণে, ক্লাব ও ইনভেস্টরের টানাপোড়েনের প্রভাব বারবারই দেখা গিয়েছে দলের পারফরম্যান্সে।

Cleiton Silva: ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল
ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল

Follow Us

কলকাতা: বছর আসে বছর যায় ইস্টবেঙ্গলের (East Bengal) পারফরম্যান্সে কোনও প্রভাব পড়ে না। ইনভেস্টর, কোচ, ফুটবলাররা বদলে যায় কিন্তু তাতেও লাল-হলুদের পারফরম্যান্সে উন্নতি হয় না। এ বারের আইএসএলে লিগ টেবলের ৯ নম্বরে থেকে শেষে করেছে মশালবাহিনী। ইস্টবেঙ্গলের প্রাপ্তি বলতে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার পারফরম্যান্স। আইএসএল ২০২২-২৩ মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে সবচেয়ে বেশি হোল করেছেন ক্লেটন সিলভা (Cleiton Silva)। ২০ ম্যাচে তিনি করেছেন ১২টি গোল। তাঁর থেকে বেশি কোনও ফুটবলার এ বারের আইএসএলের লিগ পর্বে সেরার পুরস্কার পাননি। সেই ক্লেটন সিলভাকে আগামী মরসুমের জন্য ধরে রাখল ইস্টবেঙ্গল। আজ, ২ মার্চ ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

গত বছর বেঙ্গালুরু এফসি থেকে ইস্টবেঙ্গলে এসেছিলেন ক্লেটন সিলভা। আইএসএল ২০২২-২৩ মরসুমে লাল-হলুদের ভরাডুবি পারফরম্যান্সের মধ্যে এক মাত্র টিম টিম করে জ্বলেছিলেন ৩৬ বছর বয়সী ব্রাজিলের এই তারকা। ২০২২ সালে ডুরান্ড কাপে ক্লেটন সিলভা মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দু’টি গোল করেছিলেন।

ইমামি ইস্টবেঙ্গল এফসির ডিরেক্টর সন্দীপ আগরওয়াল বলেন, “ইস্টবেঙ্গলে ক্লেটন সিলভাকে ধরে রাখতে পেরে আমরা উচ্ছ্বসিত। শেষ মরসুমে দলের হয়ে ওর পারফরম্যান্স অসাধারণ এবং আমরা আশাবাদী দলকে এখনও ওর অনেক কিছু দেওয়া বাকি। আমরা আত্মবিশ্বাসী, ওর দক্ষতা পরবর্তী মরসুমে আমাদের লক্ষ্যপূরণ করতে সাহায্য করবে। পরবর্তী মরসুমের জন্য আমরা যে পরিকল্পনা করছি, তারই একটি পদক্ষেপ এটি।”

শতবর্ষপ্রাচীন ক্লাবে আরও একটা বছর থাকছেন ক্লেটন সিলভা। ২০২৪ অবধি তাঁর সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল। এই প্রসঙ্গে তিনি বলেন, “পরবর্তী মরসুমেও এখানে থাকতে পারব জেনে আমি খুশি হয়েছি। বিভিন্ন সমস্যার মাঝেও আমরা লিগে বেশ কিছু ভালো মুহূর্তের সাক্ষী থেকেছি। আমি আশা করি একসঙ্গে আমরা আরও অনেক কিছু শিখব এবং পরের মরসুমে এগিয়ে যাব। জয় ইস্টবেঙ্গল!”

Next Article