Emiliano Martinez: সোনার গ্লাভস হাতে অশ্লীল উদযাপন! বিতর্কের অদ্ভুত ব্যাখ্যা এমির

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Dec 20, 2022 | 6:16 PM

ব্যক্তিগত কৃতিত্বের পুরস্কার হাতে নিয়ে বিশ্বকাপের মঞ্চে বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। কারণটা তাঁর অশ্লীল অঙ্গভঙ্গী।

Emiliano Martinez: সোনার গ্লাভস হাতে অশ্লীল উদযাপন! বিতর্কের অদ্ভুত ব্যাখ্যা এমির
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: গোটা টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফরম্যান্স। গ্রুপ পর্ব, শেষ ষোলোর ম্যাচ থেকে কোয়ার্টার ফাইনাল ও ১৮ ডিসেম্বরের মেগা ফাইনালে আর্জেন্টিনার একের পর এক জয়ের পিছনে অবদান রেখেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। শেষ আটে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে নায়ক ছিলেন এমি। ফাইনালেও তাই। অতিরিক্ত সময়ে ফ্রান্সের নিশ্চিত গোল সেভ। তারপর পেনাল্টি শুটআউটে এমির বিশ্বস্ত হাত আর্জেন্টিনাকে এনে দিয়েছে বহু কাঙ্খিত বিশ্বকাপ। গোটা টুর্নামেন্ট (Fifa World Cup 2022) জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা এমিলিয়ানোর হাতে ‘সোনার দস্তানা’ ওঠা নিশ্চিত ছিল। অথচ ব্যক্তিগত কৃতিত্বের পুরস্কার হাতে নিয়ে বিশ্বকাপের মঞ্চে বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। কারণটা তাঁর অশ্লীল অঙ্গভঙ্গী। সমালোচনার ঝড় বইতেই অমন আচরণের ব্যাখ্যা দিয়েছেন মেসির সতীর্থ। যদিও সেই ব্যাখ্যা অনেকের কাছেই অদ্ভুত ঠেকেছে। কী বললেন এমি? তুলে ধরল TV9 Bangla

কী করেছিলেন এমিলিয়ানো ডিবু মার্টিনেজ? টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার ধরে পোডিয়ামের উপর দাঁড়িয়ে গোল্ডেন গ্লাভসটি নিজের কুঁচকির কাছে চেপে ধরে অশ্লীল অঙ্গভঙ্গী করেছিলেন। ছবি ভাইরাল হতে সময় নেয়নি। বিশ্বমঞ্চ দাঁড়িয়ে কী ভাবে এমন কাজ করলেন তিনি? ভ্রু কুঁচকে গিয়েছিল। বিশ্বকাপ জিতে মাথা ঘুরিয়ে গিয়েছে এমির, বলছে ফুটবল বিশ্ব। এই কাজের জন্য ফিফা তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও নিতে পারেন বলে মনে করছেন অনেকেই। যাই হোক, ওই আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা রেড’-কে গোলরক্ষক বলেন, “ফ্রান্সের ফুটবলাররা আমাকে দেখে বিদ্রুপ করছিল। আমি মোটেও অহংবোধে ভুগছিলাম না।” তিনি আরও বলেন, “এই পুরস্কার আমার পরিবারকে উৎসর্গ করলাম। খুব কম বয়সে ইংল্যান্ড চলে গিয়েছিলাম।”

বিতর্কে জড়ালেও খেলোয়াড়িসুলভ মনোভাবের জন্য প্রশংসা আদায় করে নিয়েছেন এমি। ফাইনালে হারের পর হতাশায় মাঠেই বসে পড়েছিলেন হ্যাটট্রিককারী কিলিয়ান এমবাপে। তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। তখনই এমবাপের দিকে এগিয়ে যান এমি। প্রতিপক্ষের সেরা ফুটবলারকে সান্ত্বনা দিতে দেখা যায়।