AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Emiliano Martinez : শ্রীভূমি দিল ‘গোল্ডেন গ্লাভ’, হাতে নিয়েই বিতর্কিত সেলিব্রেশন এমির

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে গোল্ডেন গ্লাভস হাতে কুঁচকির কাছে ধরে অশ্লীল সেলিব্রেশন করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তারই পুনরাবৃত্তি দেখল তিলোত্তমা।

Emiliano Martinez : শ্রীভূমি দিল 'গোল্ডেন গ্লাভ', হাতে নিয়েই বিতর্কিত সেলিব্রেশন এমির
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 1:17 PM
Share

কলকাতা : এমি জ্বরে ভুগছে তিলোত্তমা। গত সোমবার কলকাতায় এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। দুই দিনের এই সফরে কলকাতাবাসীর কাছ থেকে নিংড়ে নিচ্ছেন ভালোবাসা। কলকাতা উত্তর থেকে দক্ষিণে যেখানেই গিয়েছেন তাঁকে একবার ছুঁয়ে দেখার, সেলফি তোলার হিড়িক। কাতার বিশ্বকাপ ফাইনালে ট্রাইব্রেকারের নায়ক শুধু বন্দিত নন, সমালোচিত। ফাইনাল ম্যাচে প্রতিপক্ষের উদ্দেশে তাঁর শারীরিক অঙ্গভঙ্গী, গোল্ডেন গ্লাভস হাতে দৃষ্টিকটূ সেলিব্রেশন সমালোচনার জন্ম দিয়েছিল। বিশেষ করে সোনার দস্তানা হাতে উদযাপন। তাতে থোড়াই কেয়ার মেসির আদরের ডিবুর। বুধবার শ্রীভূমি থেকে স্মারক হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘গোল্ডেন গ্লাভ’ পুরস্কার। মন্ত্রী সুজিত বসুর হাত থেকে পুরস্কার নিয়ে সেই বিতর্কিত ভঙ্গি করে দেখালেন এমি। যা দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ল জনতা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

আজ কলকাতায় এমির সফরের দ্বিতীয় ও শেষদিন। গতকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তাঁর একঝলক দেখার জন্য ভক্তদের হুডে়াহুড়ি। সারাদিনের কর্মসূচি সত্ত্বেও চোখে মুখে ক্লান্তি নেই। বরং কলকাতা সফরে এসে এগুলো বেশ উপভোগ করছেন আর্জেন্টাইন ফুটবল তারকা। বুধবারও তাঁর ঠাসা কর্মসূচি। এদিন সকাল সকাল বাইপাসের ধারে মারাদোনার মূর্তিতে সবার প্রথমে মালা দিয়ে শ্রদ্ধা জানান। এরপর হুডখোলা গাড়িতে চাপেন। তবে ভিড়ের চাপে জিপের চাকা গড়ানোর জায়গা ছিল না। তাঁকে নিয়ে কলকাতার ফুটবলপ্রেমীদের উন্মাদনা অবাক করেছে ডিবুকে। এদিনও অবাক হয়ে দেখলেন, তাঁকে নিয়ে কয়েক হাজার কিলোমিটার দূরের এক শহরের মানুষদের আবেগ।

emi martinez

সেই বিতর্কিত ভঙ্গি!

এরপর এমি পৌঁছে যান শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা ছিল। সপ্তাহের মাঝেও এমিকে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল। শ্রীভূমির মাঠে বাঁধা মঞ্চে মন্ত্রী সুজিত বসু তাঁর হাতে তুলে দেন ‘গোল্ডেন গ্লাভ’ পুরস্কার। হাতে নিয়ে সেই বিতর্কিত ভঙ্গিতে পোজ দিলেন ক্যামেরার সামনে। বোঝাই গেল, সমালোচনা, বিতর্ক— কোনও কিছুই গায়ে মাখেননি তিনি। এমি রয়েছেন এমির ছন্দে।