
বার্মিংহাম: ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে কাতারকে বিদায় জানিয়ে দেশে ফিরে গিয়েছে থ্রি-লায়ন্সরা। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের (France) সামনে আর কাজ করেনি ইংল্যান্ড সমর্থকদের গর্জন। বিশ্বকাপ (FIFA World Cup 2022) থেকে ছিটকে যাওয়ার ব্যথায় এখনও মলম লাগিয়ে চলেছেন গ্যারেথ সাউথগেটের (Southgate) শিষ্যরা। এরই মাঝে ক্ষত তাজা করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কটুক্তি হজম করে চলতে হচ্ছে সমর্থকদের। তবে গত ইউরোতে ইতালির কাছে হারেরব পর যে পরিমাণে অপমানজনক মন্তব্য পেয়েছিলেন তাঁরা, এ বার তার পরিমাণ অনেকটাই কম। এই বিষয়ে হেটল্যাব নামক সংস্থা একটি সমীক্ষা করে একটি রিপোর্ট পেশ করেছে। কী বলা আছে সেই রিপোর্টে? তুলে ধরল TV9 Bangla।
২০২০ ইউরো ফাইনালে ইতালির কাছে পেনাল্টি শুটআউটে পরাজিত হওয়ার পর অপমানজনক মন্তব্যে ভরে গিয়েছিল ইংল্যান্ডের ফুটবলারদের সোশ্যাল মিডিয়া। সমীক্ষা অনুযায়ী, ৩ হাজারেরও বেশি অপমানজনক মন্তব্য জোটে তাঁদের কপালে। এ বার কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেও একই ঘটনার পুনরাবৃত্তি। ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টি মিস করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ২-১ ব্যবধানে এমবাপেদের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নে ইতি ঘটে ইংল্যান্ডের। তবে এ বার শুধু অধিনায়ক হ্যারি কেনের বিরুদ্ধেই নেতিবাচক মন্তব্য উঠে এসেছে। এবং কিছু সমকামী বিরোধী মন্তব্যও দেখা গিয়েছে। তবে তার থেকে বেশি গত কয়েক সপ্তাহ জুড়ে সমর্থকদের তরফে বেশিরভাগই ইতিবাচক মন্তব্য পাচ্ছেন থ্রি-লায়ন্সরা, এমনটাই বলছে সমীক্ষা।
হেটল্যাব নামক যে সংস্থা ফুটবলারদের সোশ্যাল মিডিয়া নিয়ে সমীক্ষা করে তাঁরা জানিয়েছেন, এ বারে নেতিবাচক পোস্টের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। কাতার বিশ্বকাপ শুরুর আগে, ফুটবলারদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক, অবমাননাকর, ঘৃণ্য মন্তব্য এড়াতে ফিফা বিশেষ ব্যবস্থা নিয়েছিল। ফুটবলারদের বিরুদ্ধে কোনও রকম অবমাননাকর মন্তব্য দেখলেই ফিফা ওই অ্যাকাউন্টকে রিপোর্ট করবে বলে জানা গিয়েছিল। তবে কী সেই কারণেই নেতিবাচক পোস্ট, মন্তব্যের পরিমান কমল? তা অবশ্য পরিস্কার নয়।