
লন্ডন: কয়েক ঘণ্টা পরই কাতারে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। প্রথম ম্যাচে তাঁরা মুখোমুখি হবে ইরানের। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়েই দোহায় অভিযানে নামবে গ্যারেথ সাউথগেটের ছেলেরা। কিন্তু বিজ্ঞানীদের ভবিষ্যবাণী- ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা মাত্র ৭ শতাংশ। অর্থাৎ কোনও ভাবেই সাউথগেটের ছেলেদের সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায় রাখছেন না বিজ্ঞানীরা। তাঁরা মনে করছেন কোয়ার্টার ফাইনালেই বিদায় ঘণ্টা বেজে যেতে পারে হ্যারি কেনদের।
লন্ডনের অ্যালান তুরিং ইনস্টিটিউটের বিজ্ঞানীরা একটি সমীক্ষা করেছেন। সেখানে বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা বিশ্লেষণ করেছেন তাঁরা। সেখানেই ইংল্যান্ড দলে সম্ভবনা জানানো হয়েছে। বিজ্ঞানীদের মতে,ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা ৫৮.৫ শতাংশ। সেমি ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৩১.৭ শতাংশ। বিশ্বকাপ জেতার সম্ভাবনা মাত্র ৭ শতাংশ। ১৯৫৮ সালের পর প্রথম বার বিশ্বকাপ খেলার সুযোগ এসেছে ওয়েলসের সামনে। গ্যারেথ বেলদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা ০.৫ শতাংশ বলে মনে করেন বিজ্ঞানীরা। গ্রুপ পর্বের বাধা কাটিয়ে নক আউট রাউন্ডে পৌঁছনোর সম্ভাবনা ৪৬ শতাংশ।
বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দলের সম্ভাবনা বিচার করেছে ওই বিজ্ঞানী দল। সেখানে ব্রাজিলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবথেকে বেশি বলে মনে করেন তাঁরা। ওই বিজ্ঞানীদের হিসাবে ব্রাজিলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা ২৫ শতাংশ। এর পরই তালিকায় রয়েছে বেলজিয়াম। বেলজিয়ামের বিশ্বকাপ জেতার সম্ভাবনা ১৮.৯ শতাংশ বলে মনে করেন ওই বিজ্ঞানীরা। এর পরই রয়েছে আর্জেন্টিনা। মেসিদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা ১৩.২ শতাংশ। গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের খেতাব ধরে রাখার সম্ভাবনা ১১ শতাংশ। এর পর রয়েছে ইংল্যান্ড। তাদের বিশ্বজয়ের সম্ভাবনা ৭.১ শতাংশ। স্পেনের ৪.৮ শতাংশ,নেদারল্যান্ডের ৪.৭ শতাংশ, ডেনমার্কের ৩.১ শতাংশ, পর্তুগালের ৩ শতাংশ এবং ক্রোয়েশিয়ার ১.৯ শতাংশ।
এর পাশাপাশি অস্ট্রেলিয়া, তিউনিশিয়া, সৌদি আরব, ক্যামেরুন, কানাডা, ঘানা, কাতারের বিশ্বকাপ জেতার কোনও সম্ভাবনাই নেই বলে জানাচ্ছে ওই গবেষণা। যদিও বিজ্ঞানীদের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক অতীতে বিভিন্ন দলের পারফরম্যান্সের ভিত্তিতে গাণিতিক হিসাবের মাধ্যমে এই সমীক্ষা করা হয়েছে। তবে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় এ ধরনের হিসাবে যে পুরোপুরি মিলে যাবে, তার কোনও মানে নেই।