
দোহা : প্রথম দিন রুদ্ধশ্বাস দুটি কোয়ার্টার ফাইনাল দেখা গিয়েছে কাতার বিশ্বকাপে (Qatar 2022)। টাইব্রেকারে ছিটকে গিয়েছে পাঁচ বারের বিশ্বচ্য়াম্পিয়ন ব্রাজিল। অন্য দিকে, টাইব্রেকারে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের সেরা ম্যাচ কোনটা, তা বোঝার জন্য শেষ ধাপ অবধি অপেক্ষা ছিল। কোয়ার্টার ফাইনালের শেষ ল্যাপে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্স (ENG vs FRA)। ফুটবল বিশেষজ্ঞদের মতে ইংল্যান্ড বনাম ফ্রান্স ম্যাচটাই শেষ আটের সেরা লড়াই। টাইব্রেকার অবধি না গড়ালেও দারুণ একটা ম্যাচ হল। স্নায়ুর চাপ সামলে সেমিফাইনাল নিশ্চিত করল গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। শৌমেনির গোলে এগিয়ে যায় ফ্রান্স। পেনাল্টি থেকে সমতা ফেরান ইংল্য়ান্ড অধিনায়ক হ্য়ারি কেন। ফের এগিয়ে যায় ফ্রান্স। আরও একটা পেনাল্টি পায় ইংল্য়ান্ড। এ বার আর গোল করে সমতা ফেরাতে কিংবা কাতার বিশ্বকাপে ইংল্য়ান্ডের আয়ু বাড়াতে পারেননি হ্যারি কেন। তাঁর পেনাল্টি মিস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। কোয়ার্টার ফাইনালেই বিদায় ইংল্য়ান্ডের। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
অপ্রয়োজনীয় ফাউলে চাপ বাড়াচ্ছে ফ্রান্স। বক্সের বাইরে ফ্রি-কিক পেল ইংল্যান্ড। মার্কাস ব়্যাশফোর্ড ফ্রি-কিক নিলেন। দুর্ভাগ্য়। অল্পের জন্য় বল ডিপ করে জালে ঢোকেনি।
হ্যারি কেনের পেনাল্টি মিস। ইংল্যান্ডের কাছে ৭ মিনিট সময় ম্যাচে নয়তো দেশে ফেরার।
বক্সের মধ্যে মেসন মাউন্টকে ফাউল। রেফারি খেলা চালিয়ে যান। থিও হার্নান্ডেজের অপ্রয়োজনীয় ফাউল। অবশেষে ভিএআর চেক। রেফারি সাম্পায়ো ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন। পেনাল্টি শট নিতে ফের হ্য়ারি কেন। রেকর্ডের সামনে। গোলরক্ষক হুগো লরিসের সঙ্গে মেন্টাল গেম। হ্য়ারি কেন এ বার জিততে পারলেন না। স্পট কিক মারলেন ক্রসবারের উপরে।
অলিভিয়ের জিরোর অনবদ্য শট। জর্ডন পিকফোর্ড সাময়িক বাঁচিয়েছিলেন। কিন্তু তাঁর সেভ থেকেই কর্নার। এবং কর্নার থেকেই গোলের মুভ। গ্রিজম্য়ানের ক্রস প্রতিপক্ষ ডিফেন্সে ধাক্কা খেয়ে তাঁর কাছেই ফেরে। গ্রিজম্য়ানের ক্রস, হেডে গোল অলিভিয়ের জিরোর।
ইংল্যান্ডের সর্বকালের সর্বাধিক গোলস্কোরার, ওয়েন রুনিকে ছুঁলেন হ্যারি কেন।
সাকাকে বক্সের মধ্যে ফাউল শৌমেনির। যিনি গোল করেছিলেন, তাঁর ফাউলেই ইংল্যান্ডের গোলের সুযোগ। হ্য়ারি কেন পেনাল্টি নিচ্ছেন। গোলশোধ ইংল্যান্ডের।
পিছিয়ে ইংল্যান্ড। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা। অনবদ্য একটা সেভ ফ্রান্স গোলরক্ষক হুগো লরিসের।
দু-দলই বেশ কিছু সুযোগ তৈরি করল। শৌমেনির জোরালো শট এখনও অবধি পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচে। বিরতিতে ১-০ এগিয়ে ফ্রান্স।
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে কার্ডের ছড়াছাড়ি ছিল। ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে এখনও অবধি ভালো রেফারিং। ৪৩ মিনিটে প্রথম হলুদ কার্ড, গ্রিজম্যানকে।
ইংল্য়ান্ডের মরিয়া চেষ্টা। তবে এখনও অবধি সমতা ফেরাতে পারেনি। ফরাসি রক্ষণে বারবার আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। হ্যারি কেনের শট বাঁচিয়ে দেন লরিস। ৩০ মিনিট পেরিয়ে ফ্রান্স এগিয়ে ১-০।
ক্লাবে সতীর্থ। দেশে প্রতিপক্ষ। হ্যারি কেন এবং ফরাসি গোলরক্ষক হুগো লরিস। হ্যারি কেনের গোলের চেষ্টা রুখে দিলেন লরিস। অনবদ্য় ম্যাচ। গোল খেলেও দমে যায়নি ইংল্য়ান্ড।
তরুণ ফুটবলার শৌমেনির গোলে এগিয়ে গেল গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। কাউন্টার অ্যাটাকে উঠেছিল ফ্রান্স। গ্রিজম্য়ানের পাস, বক্সের বাইরে থেকে পাওয়ারফুল শটে গোল শৌমেনির।
জিরোর গোলের চেষ্টা। যদিও জোরালো শট নেওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন না। দেশের হয়ে মাইলফলকের ম্যাচে নামা পিকফোর্ড সহজেই বল ধরলেন।
দেশের জার্সিতে ৫০তম ম্যাচ খেলতে নামছেন ইংল্য়ান্ড গোলরক্ষক জর্ডন পিকফোর্ড। প্রথম একাদশে কারা রয়েছে, দেখে নিন এক নজরে-জর্ডন পিকফোর্ড, কাইল ওয়াকার, লুক শ, ডেক্লান রাইস, জন স্টোনস, হ্য়ারি ম্যাগুয়ের, জর্ডন হেন্ডারসন, হ্য়ারি কেন, বুকায়ো সাকা, ফিল ফডেন, জুড বেলিংহ্যাম।
Your #ThreeLions to face France! ? pic.twitter.com/hfuYqFG8bp
— England (@England) December 10, 2022
ইংল্যান্ডের বিরুদ্ধে এক নজরে দেখে নেওয়া যাক গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রথম একাদশ- হুগো লরিস, জুলে কুন্ডে, রাফায়েল ভারানে, উপামেকানো, থিও হার্নান্ডেজ, শৌমেনি, গ্রিজম্য়ান, ব়্যাবিয়ট, এমবাপে, জিরো, ডেম্বেলে।
Tonight’s line up ?
France’s all-time top goalscorer @_OlivierGiroud_ leads the line as les Bleus face the Three Lions!
LET’S GO ?#ENGFRA | #FiersdetreBleus pic.twitter.com/pquJXoo6Uf
— French Team ⭐⭐ (@FrenchTeam) December 10, 2022
কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ। গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স বনাম সেমিফাইনালিস্ট ইংল্য়ান্ড। এ বার কোন দল সেমিফাইনালে যাবে! কোয়ার্টার ফাইনালের শেষ ল্যাপে রুদ্ধশ্বাস একটা ম্যাচের অপেক্ষা। আর সেই ম্যাচের লাইভ ব্লগ TV9Bangla-য়।