Manchester United: পেনাল্টি বিতর্ক, মাঠে দর্শক; কষ্টার্জিত জয়ে ইপিএল মরসুম শুরু ম্যান ইউয়ের

EPL, Manchester United vs Wolves: ম্যান ইউ কিপার আন্দ্রে ওনানা বল ধরতে এগিয়ে আসেন। অনেকটাই উঁচুতে বল। ফ্লাইট মিস করেন। উলভসের কালাদিচ হেড করার জন্য ঝাঁপান। বল মিস করে কালাদিচের মুখে পাঞ্চ করেন ওনানা।

Manchester United: পেনাল্টি বিতর্ক, মাঠে দর্শক; কষ্টার্জিত জয়ে ইপিএল মরসুম শুরু ম্যান ইউয়ের
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 15, 2023 | 3:40 AM

ম্যাঞ্চেস্টার: ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মরসুম শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে উলভসের বিরুদ্ধে কষ্টার্জিত জয় তাদের। ম্যান ইউ এবং ম্যাচের একমাত্র গোল রাফায়েল ভারানের। ম্যান ইউ জার্সিতে অভিষেক হল মেসন মাউন্ট এবং গোলকিপার আন্দ্রে ওনানার। এ মরসুমে বড় অঙ্কে চেলসি থেকে ম্যান ইউতে সই করেছেন মাউন্ট। তবে অভিষেক ম্যাচে বিতর্কের মুহূর্ত গোলকিপার ওনানার। তেমনই ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ চলাকালীন দর্শক ঢুকে পড়াও অস্বস্তি তৈরি করল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম উলভস ম্যাচের বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত মরসুমে ভালো পারফর্ম করেছে ম্যান ইউ। প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে শেষ করেছিল তারা। এফএ কাপের ফাইনালেও পৌঁছেছিল। যদিও ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির কাছে হার। সার্বিক ভাবে মরসুম ভালো গিয়েছে। এ মরসুমে অভিজ্ঞ গোলকিপার ডেভিড ডি হিয়াকে ছেড়ে দিয়েছে ম্যান ইউ। এক যুগ পর ম্যান ইউ ছাড়েন স্প্যানিশ গোলরক্ষক। ইপিএলে প্রথম ম্যাচে ম্যান ইউয়ের গোল সামলালেন আন্দ্রে ওনানা। উলভসের বিরুদ্ধে গোলের পথ খুঁজে পাচ্ছিল না ম্যান ইউ। প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। অবশেষে ৭৬ মিনিটে সেই কাঙ্খিত মুহূর্ত। ডিফেন্ডার রাফায়েল ভারানের হেডে ১-০ এগিয়ে যায় ম্যান ইউ।

ম্যাচের অ্যাডেড টাইমে পেনাল্টি বিতর্ক। ম্যান ইউ কিপার আন্দ্রে ওনানা বল ধরতে এগিয়ে আসেন। অনেকটাই উঁচুতে বল। ফ্লাইট মিস করেন। উলভসের কালাদিচ হেড করার জন্য ঝাঁপান। বল মিস করে কালাদিচের মুখে পাঞ্চ করেন ওনানা। ভিএআরে বারবার চেক করলেও বিতর্কিত সিদ্ধান্ত। ফুটবল বিশেষজ্ঞদের মতে এটি নিশ্চিত পেনাল্টি। যদিও রেফারির সিদ্ধান্ত তা হয়নি। শেষ অবধি ১-০ ব্যবধানে জয় ম্যান ইউয়ের। প্রিমিয়ার লিগে তাদের পরবর্তী ম্যাচ ১৯ অগস্ট টটেনহ্যামের বিরুদ্ধে।