Erling Haaland : চ্যাম্পিয়ন্স লিগে বিরাট নজির হালান্ডের, ম্যান সিটির তরুণ কী করলেন?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 21, 2023 | 3:04 PM

Champions League Record: শুধুমাত্র ঘরোয়া লিগেই নয়, এ বার কন্টিনেন্টাল রেকর্ডও গড়েছেন ম্যান সিটির তরুণ ফুটবলার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ৩৫ গোলের মাইলফলকে পেপ গুয়ার্দিওলার ছাত্র।

Erling Haaland : চ্যাম্পিয়ন্স লিগে বিরাট নজির হালান্ডের, ম্যান সিটির তরুণ কী করলেন?
Image Credit source: twitter

Follow Us

ম্যাঞ্চেস্টার : লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমারদের সারিতে এখনই তাঁকে ফেলা যাবে না। তবে একের পর এক রেকর্ডে তাক লাগিয়ে দিচ্ছেন তরুণ ফুটবলার আর্লিং হালান্ড। ম্য়াঞ্চেস্টার সিটি তথা ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক মরসুমেই নানা নজির। হয়তো কয়েক বছর বাদে, রোনাল্ডো-মেসিরা অবসর নিলে বিশ্ব ফুটবলে রাজত্ব দেখা যাবে হালান্ডেরই! শুধুমাত্র ঘরোয়া লিগেই নয়, এ বার কন্টিনেন্টাল রেকর্ডও গড়েছেন ম্যান সিটির তরুণ ফুটবলার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ৩৫ গোলের মাইলফলকে পেপ গুয়ার্দিওলার ছাত্র। তাঁর বয়স সবে ২২ বছর। এই রেকর্ডে ছাপিয়ে গিয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এবং বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম মরসুমেই গোলমেশিন হিসেবে নিজেকে মেলে ধরেছেন হালান্ড। আর কার রেকর্ড ভেঙেছেন হালান্ড? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৩৫ গোলের মাইলফলকে পৌঁছনোর ক্ষেত্রে আর্লিং হালান্ডের পরই রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ২৩ বছর ২৬৯ দিন বয়সে এই মাইলফলকে পৌঁছেছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি ২৩ বছর ৩০৭ দিন বয়সে এই মাইলফলকে পৌঁছেছিলেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক মরসুমে এটিই হালান্ডের একমাত্র রেকর্ড নয়। লেস্টার সিটির বিরুদ্ধে প্রথমার্ধেই জোড়া গোল করে এ বারের ইপিএল মরসুমে ইতিমধ্যেই ৩২ গোল করেছেন আর্লিং হালান্ড। ৩৮ ম্য়াচের লিগে ৩৪ গোলের রেকর্ড তাঁর সামনে। প্রয়োজন আর মাত্র তিনটি গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে এক মরসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এটিই। অ্যালান শিয়ারার এবং অ্যান্ডি কোল এক মরসুমে ৩৪টি করে গোল করেছিলেন। যদিও সে সময় ৪২ ম্য়াচের লিগ ছিল। আর্লিং হালান্ড সেই রেকর্ড ছাপিয়ে যাওয়ার মুখে। শেষ অবধি সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই প্রশ্ন। হালান্ড যে ফর্মে রয়েছেন, তাতে হাফসেঞ্চুরিও কি হতে পারে? কেন না, লিগে এখনও আটটি ম্যাচ বাকি রয়েছে ম্যান সিটির।

Next Article