কোথায় হবে ইউরো কাপ?
করোনার থাবা এবার ইউরো কাপের (EURO Cup) ভেনুতেও। প্রথমে ঠিক করা হয়, ইউরো কাপকে জনপ্রিয় করার জন্য বিভিন্ন জায়গায় খেলার আয়োজন করা হবে। করোনার জন্য ভেস্তে গেছে সেই পরিকল্পনা। উয়েফা (UEFA) খুব তাড়াতাড়ি ঠিক করবে, কোথায় হবে ইউরো কাপ।
1 / 5
করোনা মহামারির কারণে ২০২০-র বদলে ২০২১-এ পিছিয়ে আসে ইউরো কাপ।
2 / 5
উয়েফার প্রেসিডেন্ট মাইকেল প্লাতিনি জানিয়েছেন, করোনার কারণে একাধিক ভেনুতে খেলার আয়োজন না করে, ভেনু হিসেবে ইউরোপের একটি মাত্র শহরকেই বেছে নেওয়া হবে।
3 / 5
ভেনু হিসেবে গ্লাসকো, ডাবলিন, বিলবাও, আর্মস্টারডাম, কোপেনহেগেন, মিউনিখ, রোম, সেন্ট পিটার্সবার্গ, বুখারেস্ট, বুদাপেস্ট এবং বাকুর মত ১১টি শহরের কথা ভাবা হয়েছিল। সেমি ফাইনাল এবং ফাইনাল হওয়ার কথা ছিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।
4 / 5
সুইৎজারল্যান্ডের ফুটবল চিফ ডমিনিক ব্লাঁ বলেছেন, তিনি এই মুহূর্তে কল্পনাও করতে পারছেন না যে, বাকুতে জাতীয় দল খেলতে পারবে।
5 / 5
উয়েফা ভেবেছিল ইউরো কাপ থেকে মাঠে ফিরবে দর্শক। কিন্তু এই পরিস্থিতিতে সংশয় রয়েছে দর্শক প্রবেশের অনুমতি নিয়েও। (সৌজন্যে-উয়েফা ইউরো টুইটার)