AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan Day: ঐতিহাসিক মোহনবাগান দিবসে আজ প্রকাশিত হবে সুব্রতর আত্মজীবনী

Subrata Bhattacharya-Sunil Chhetri: মোহনবাগানের সোনালী ইতিহাসে অন্যতম উজ্জ্বল অধ্যায় সুব্রত ভট্টাচার্য। পেলের কসমস ক্লাবের বিরুদ্ধে দাপট কিংবা মোহনবাগান জার্সিতে ঝুরি ঝুরি ট্রফি।

Mohun Bagan Day: ঐতিহাসিক মোহনবাগান দিবসে আজ প্রকাশিত হবে সুব্রতর আত্মজীবনী
Image Credit: FACEBOOK
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 12:45 AM
Share

ঐতহাসিক মোহনবাগান দিবস। শুধু মাত্র সবুজ মেরুন সমর্থকই নয়, ভারতবর্ষের ফুটবল প্রেমীদের জন্য গর্বের দিন। সেই ১৯১১ সালে ইতিহাস লিখেছিল মোহনবাগান। আজ সেই ঐতিহাসিক মোহনবাগান দিবস। আর এই দিনেই প্রকাশিত হতে চলেছে মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যর আত্মজীবনী ‘ষোলে আনা বাবলু’। প্রকাশ করবেন জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সালটা ১৯১১। ইস্ট ইয়র্কশায়ারের বিরুদ্ধে আইএফএ শিল্ড ফাইনালে মুখোমুখি মোহনবাগান। ঐতিহাসিক জয় মোহনবাগানের। প্রতিবছর এই দিনটি গর্বের সঙ্গে পালিত হয়। মহরমের জন্য এ বার দু-দিনে মোহনবাগান দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে ক্লাবের তরফে। মূল অনুষ্ঠান হবে রবিবার ৩০ জুলাই।

প্রতিবছরের মতো আজ প্রাক্তনদের ফুটবল ম্যাচ হবে। এ ছাড়াও প্রকাশিত হবে সুব্রত ভট্টাচার্যর আত্মজীবনী। মোহনবাগানের সোনালী ইতিহাসে অন্যতম উজ্জ্বল অধ্যায় সুব্রত ভট্টাচার্য। পেলের কসমস ক্লাবের বিরুদ্ধে দাপট কিংবা মোহনবাগান জার্সিতে ঝুরি ঝুরি ট্রফি। দীর্ঘ দিন ধরে সবুজ মেরুন জার্সিতেই খেলেছেন। এই ক্লাবে কোচিংও করিয়েছেন। মোহনবাগান সমর্থকদের নয়নের মণি সুব্রত ভট্টাচার্য। তাঁর আত্মজীবনী নিয়ে আগ্রহও তুঙ্গে। প্রিয় নায়কের জীবন সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ হবে মোহনবাগান সমর্থকদের।

সকালে মোহনবাগানের আঁতুড়ঘর মোহনবাগান লেনে অমর একাদশের প্রতি শ্রদ্ধা জানাবেন কলকাতার উপমহানাগরিক তথা বিধায়ক শ্রী অতীন ঘোষ। উপস্থিত থাকবেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীস দত্তও। বিকেল ৩টে নাগাদ ক্লাবে সুব্রত ভট্টাচার্যর আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠান। ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী সহ অনেক বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।