কলকাতা : ইস্টবেঙ্গল আবার ইনভেস্টর জটে। কোয়েস, শ্রী সিমেন্টের পর এ বার ইমামি। মৌখিক ঘোষণা হয়েছে, প্রায় মাস খানেক হতে চলল। কিন্তু সরকারি ভাবে ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপের চুক্তি এখনও হয়নি। কবে হবে, তাও পরিষ্কার জানা যাচ্ছে না। নবান্নে মুখ্যমন্ত্রীর সামনে কথা হওয়ার পরও কেন চুক্তিতে এত দেরি হচ্ছে? তা হলে কি ইমামির তরফে আগের বিনিয়োগকারী সংস্থার মতোই কোনও জটিল শর্ত দেওয়া হয়েছে? এমন হাজারো প্রশ্ন যখন, তখন ক্লাবকে চিঠি দিল ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারদের কমিটি। প্রাক্তন ফুটবলারদের তরফে ক্লাবকে চিঠি দেওয়া হলেও, ক্লাবের তরফে পরিষ্কার কোনও জবাব দেওয়া হয়নি। সূত্রের খবর, আগামীকাল কার্যকরী সমিতির সদস্যরা পুরো ব্যাপারটা নিয়ে আলোচনায় বসবেন। সোমবার রাতের খবর, বিনিয়োগকারী সংস্থা এখনও চুক্তিপত্রের খসরা পাঠায়নি।
কর্তাদের মতোই প্রাক্তনরা ইনভেস্টর জট নিয়ে বেশ চিন্তায়, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ট্রান্সফার উইন্ডো খুলেছে বহুদিন। তারপরও কেন ফুটবলারদের সই করানো হচ্ছে না? এমন নানা প্রশ্ন তুলে দিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, বিকাশ পাঁজি, রহিম নবিদের কমিটি। প্রাক্তন ফুটবলারদের তরফে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে লেখা রয়েছে-গত মাসের ২৫ তারিখ নবান্নতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে আইএসএল খেলার জন্য ইস্টবেঙ্গল ক্লাবে নতুন ইনভেস্টর হিসেবে ইমামি গ্রুপের নাম ঘোষণা হয়েছে। কিন্তু ২৪-২৫ দিন পার হয়ে গেলেও চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। ইস্টবেঙ্গল ক্লাব সচিবকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে বলা হয়েছে, আইএসএল খেলার হলে, আইএসএলের মতো করেই খেলুক। উপযুক্ত দল গড়তে না পারলে কলকাতা লিগ, ডুরান্ড, শিল্ড এগুলোতে খেলুক টিম।
গত আইএসএলের ক্ষেত্রে দেখা গিয়েছিল, শেষ মুহূর্তে দল গড়েছিল ইস্টবেঙ্গল। ততদিনে ভালো ফুটবলাররা অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় শক্তিশালী দল গড়তে পারেনি লাল হলু্দ। পারফরম্যান্স খুবই খারাপ হয়েছিল। তার পুনরাবৃত্তি না হোক, সেই অনুরোধই করেছে প্রাক্তন ফুটবলারদের কমিটি। ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, ‘প্রাক্তন প্লেয়ারদের চিঠি ক্লাবে এসেছে, শুনেছি। এখনও দেখা হয়নি। দেখে জানাতে পারব।’
ইস্টবেঙ্গল যেমন নীরব, ইমামিও তেমনই এ ব্যাপারে কিছু বলতে নারাজ। সূত্রে খবর, আইনি বিষয় সম্পূর্ণ না হওয়ায় সরকারীভাবে এখনও চুক্তি হয়নি। তবে বড় রকমের শেয়ার না পেলে, জটিলতা কাটার সম্ভাবনা কম। কতদিনে সরকারি ভাবে জোট বাঁধবে ইমামি-ইস্টবেঙ্গল, তা পরিষ্কার নয়। খোঁজ নিয়ে জানা গেল, ইমামির ম্যানেজিং ডিরেক্টর আদিত্য আগরওয়াল ব্যক্তিগত কারণে ব্যস্ত রয়েছেন। চুক্তিপত্র পাঠাতে বৃহস্পতিবার হতে পারে।