
ম্যাচের প্রথমার্ধে সুযোগ তৈরি হলেও, গোল করতে ব্যর্থ দুই দল। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার টুইটার)

৫৯ মিনিটে চেলটেনহ্যামকে এগিয়ে দেন স্ট্রাইকার আলফি মে। (সৌজন্যে-চেলটেনহ্যাম টুইটার)

৮১ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে সমতা ফেরান ফিল ফডেন।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার টুইটার)

৮৪ মিনিটে সিটিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যব্রিয়েল জেসুস ।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার টুইটার)

ইনজুরি টাইমে ম্যাঞ্চেস্টার সিটির জয় নিশ্চিত করেন স্প্যানিশ উইঙ্গার ফেরান টরেস।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার টুইটার)