
ম্যাচের ৫ মিনিটে গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন স্কট ম্যাকটোমিনে।

এদিনের ম্যাচে স্লোকজার দলে ৯টি পরিবর্তন করেন।

প্রথমার্ধের শেষে মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন ম্যাঞ্চেস্টারের ডিফেন্ডার এরিক বেলি।

ম্যাচজুড়ে ম্যাঞ্চেস্টারের দাপট থাকলেও গোলসংখ্যা বাড়েনি।

বুধবার ইপিএলে বার্নলির বিরুদ্ধে জিতলেই লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে রেড ডেভিলসরা। (ছবি-টুইটার)